22 Sep 2017 : Sylhet, Bangladesh :

রোহিঙ্গা মুসলমাদের নির্যাতনের প্রতিবাদে মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের বিক্ষোভ মিছিল

রোহিঙ্গা মুসলমাদের নির্যাতনের  প্রতিবাদে 
মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের বিক্ষোভ মিছিল
     

সিলেট এক্সপ্রেস ডেস্ক:
রোহিঙ্গা মুসলমাদের উপর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সিলেট মহানগর শাখার বিক্ষোভ মিছিল অনুষ্টিত । বৃহস্পতিবার দুপুরে সিলেট রেজিষ্টারি মাঠে থেকে মিছিল শুরু হয়ে বন্দরবাজার গিয়ে শেষ হয় ।
মিছিলে উপস্থিত ছিলেন ফেডারেশনের মহানগর শাখার সভাপতি শ্রমিক নেতা শাহাজাহান আলী , সহ সভাপতি ফারুকুজ্জামান খাঁন , সহ সাধারন সম্পাদক আতিকুর রহমান , কফিল উদ্দিন আলমগির, উবায়দুল হক শাহিন, সাংঙ্গটনিক সম্পাদক ইয়াসিন খাঁন,প্রচার সম্পাদক বদরুজ্জামান ,আব্দুল বাসিত মিলন,আব্দুল জলিল,আব্দুল গফুর,আফজালুর রহমান, হুসাইন আহমদ,আব্দুল আহাদ,আব্দুল হান্নান চৌধুরী,মুজিবুর রহমান চৌধুরী, বেলাল আহমদ,কয়েস আহমদ, ইকবাল আহমদ প্রমুখ ।