23 Nov 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 14 September 2017 মিডিয়া ওয়াচ  (পঠিত : 332) 

SYLHET360'TV সিলেট বিভাগে প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদক নিয়োগ চলছে

 SYLHET360
     

সিলেট এক্সপ্রেস ডেস্ক:
সিলেট সংযোগ দেশে দেশে-প্রত্যয় নিয়ে SYLHET360'TV তাদের কার্যক্রম শীঘ্রই শুরু করতে যাচ্ছে। বহিঃবিশ্বে ছড়িয়ে থাকা বৃহত্তর সিলেটের সাথে শেকড়ভূমি ও বাঙালির ইতিহাস, সংস্কৃতি ঐতিহ্য ও চেতনাবোধের সংযোগসহ সৃজনশীল অনুষ্ঠান প্রচার করবে SYLHET360'TV। ইতোমধ্যে সিলেট বিভাগ তথা বাংলাদেশে তাদের কার্যক্রমগুলো অনলাইনে পরিক্ষামূলক সম্প্রচারে আছে।

সিলেট বিভাগের প্রতিটি জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগের পাশাপাশি বাংলাদেশ অফিসের জন্য নিজস্ব প্রতিবেদক নিয়োগ দেয়া হবে। অনলাইন মিডিয়া কাজে উৎসাহি, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, বাঙালীর সংস্কৃতি, ঐতিহ্যবান্ধব, নিজের কাজের প্রতি বিশ্বাসী, উদ্যোমী, পরিশ্রমী প্রার্থীদের তাদের বায়োডাটাসহ আগামী ১৬ সেপ্টেম্বর এর মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে।

যোগাযোগ : হাসান শাহরিয়ার-(মুঠোফান : ০১৮১৯৮২৭২৯১), শাবুল আহমেদ : (মুঠোফোন : ০১৮১৯৪৬২০৯৪), সৈয়দ মুনজের হোসেন বাবু : (মুঠোফান : ০১৭৭৯১৫৫৩৮৯), ইমেইল: shahriarhasan@gmail.com
অফিস (বাংলাদেশ ) : ২২২, হাজী আব্দুস সাত্তার শপিং কমপ্লেক্স (৩য় তলা), বিয়ানীবাজার, সিলেট।


Free Online Accounts Software