23 Nov 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 13 September 2017 দূর্ঘটনা  (পঠিত : 1208) 

সিলেট থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ!

সিলেট থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ!
     জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেট-এর মেধাবী দুই শিক্ষার্থী জুবায়ের আহমদ (১৬) ও হোসাইন আহমদ চৌধুরী (১৫) মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ রয়েছে। মৌলভীবাজার জেলার জুড়ি থানার জাঙ্গারাই গ্রামের জহিরুল ইসলাম এর ছেলে জুবায়র । জকিগঞ্জ থানার পীরনগর গ্রামে মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরীর ছেলে হোসাইন ।

মাদ্রাসার পরিচালক হাফিয মাওলানা ফখরুযযামান জানান গত ১২ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে ঘুমের সময় কাউকে না জানিয়ে দু'জন একসাথে জামেয়া থেকে বের হয়ে যায়। গ্রামের বাড়ি, আত্মীয়-স্বজন ও সম্ভাব্য পরিচিত স্থানে খোঁজ নিয়েও এ পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায় নি। এ ব্যাপারে এয়ারপোর্ট থানার এএসআই জাকির হোসাইনকে অবগত করা হয়েছে।

হোসাইন এবং জুবায়ের জামেয়ায় সুনামের সাথে লেখাপড়া করে আসছে। চারিত্রিকভাবেও তারা খুব ভালো। সহজ-সরল ও মেধাবী। কিন্তু কেন যেন হঠাৎ কাউকে না জানিয়ে চলে গেল কেউ কিছু বুঝে উঠতে পারছেন না। কেউ তাদের সন্ধান পেলে ০১৭০৯-৩৪১৬৭৪ (জামেয়া অফিস) অথবা ০১৭১৮-৭০৫৫০২ অথবা (জুবায়রের পিতা) ০১৭২০-৬৩০৮৫৮ (হোসাইনের পিতা) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।Free Online Accounts Software