24 Nov 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 13 September 2017 আইন-অপরাধ  (পঠিত : 889) 

অজ্ঞাত যুবকের গলায় আঘাতের চিহ্ন : পুলিশের ধারণা খুন

 অজ্ঞাত যুবকের গলায় আঘাতের চিহ্ন : পুলিশের ধারণা  খুন
     

এমরান ফয়সল: সিলেটের দক্ষিণ সুরমায় অজ্ঞাত এক ব্যক্তি লাশ পাওয়া গিয়েছে। দক্ষিণ সুরমার তেলীবাজার থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে খবর পেয়ে পুলিশ তেলীবাজারের সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের লাতুপুরের মুখে অজ্ঞাত নামা ওই যুবকের লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
লাশের সুরতহালে দেখা গেছে, পরনে প্যান্ট -শার্ট ও- সুজ ছিল, যুবকের বয়স অনুমান ৩০ বছর।। লাশের পাশে একটি নাইলনের দড়ি ছিল। গলায় হালকা আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মূসা বলেন,‘ মনে হচ্ছে যুবক শিক্ষিত ও অভিজাত পরিবারের। তার গলায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও পরিকল্পিতভাবে হত্যা করে তাকে এখানে গাড়িতে করে ফেলে গেছে খুনিরা।’


Free Online Accounts Software