26 Sep 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 13 September 2017 সার্ভিস ক্লাব  (পঠিত : 612) 

রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ন্যাশনাল প্রেস সোসাইটি সিলেট জেলার মানববন্ধন

রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে
ন্যাশনাল প্রেস সোসাইটি সিলেট জেলার মানববন্ধন
     

সিলেট এক্সপ্রেস ডেস্ক: মায়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর পাশবিক নির্যাতন ও অমানবিক গণহত্যার প্রতিবাদে ন্যাশনাল প্রেস সোসাইটি সিলেট জেলা শাখার উদ্যোগে বুধবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল প্রেস সোসাইটি সিলেট জেলা শাখার সভাপতি মো. জুম্মান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাই জাফরের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. কামরুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, সাইফুল আলম পারভেজ, রূপক চন্দ্র পাল, শামীম আহমদ, রুহুল করিম রাজন, রুবায়েত সাদেক, কামরুল হুদা শিমূল, লোকমান তালাশী, আখলাকুর রহমান, মনসুর আহমদ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা আন্তর্জাতিকভাবে জাতিসংঘ, ওআইসি সহ সকল মুসলিম রাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করেন।