18 Feb 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 13 September 2017 সাহিত্য-সংস্কৃতি  (পঠিত : 508) 

প্রার্থনা (সূরা ফালাকের ভাবানুবাদ)

     

আমিনুল ইসলাম সফর:

পরম দয়ালু তুমি আল্লাহ দয়াময়
আমি শুধু চাই গো প্রভু তোমারই আশ্রয়।

দাও গো আমায় আশ্রয়টুকু পাপী আমি তবু
সৃষ্টিকুলের স্রষ্টা তুমি, তুমি উষার প্রভু।

তাই তো কেবল তোমার কাছেই দু'হাত তুলে চাই
সৃষ্টির অনিষ্ট থেকে দাও গো আমায় ঠঁাই।

আঁধার নিশি গভীর হলে অনিষ্ট যা আছে
তার থেকেও চাই গো সহায় প্রভু তোমার কাছে।

গিরাতে ফুঁক দেয় যে নারী - তারও ক্ষতি থেকে
তোমারই আশ্রয়ে ওগো রেখো আমায় ঢেকে।

হিংসুকেরও মনে যখন হিংসার আগুন জ্বলে
আশ্রয় দিও তখনও গো তোমার ছায়াতলে।


Free Online Accounts Software