18 Feb 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 12 September 2017 শিক্ষা  (পঠিত : 511) 

গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়কে জাতীয়করন’র তালিকায় নাম অর্ন্তভুক্তি করায় আনন্দ শোভাযাত্রা

গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়কে জাতীয়করন’র
 তালিকায় নাম অর্ন্তভুক্তি করায় আনন্দ শোভাযাত্রা
     

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়কে জাতীয় করনের তালিকায় নাম অর্ন্তভূক্তি করায় মঙ্গলবার সকাল ১১টায় এক আনন্দ শোভাযাত্রা অনুষ্টিত হয়। বিদ্যালয় প্রঙ্গন থেকে সহস্রাধিক শিক্ষার্থী, অভিবাবক, শিক্ষক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও এসএমসির সদস্য বৃন্দের সমন্বয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছলিম উল্লাহ সেলিম’র নেতৃত্বে বিশাল শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় উল্লাসিত শিক্ষার্থীরা বিদ্যালয় জাতীয় করনের তালিকায় নাম অর্ন্তভূক্তি হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এবং সিলেট-৪আসনের সংসদ সদস্য ইমরান আহমদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্বা সংসদের কমান্ডার আব্দুল হক, এসএমসির সদস্য লুৎফুল হক, সুভাষ চন্দ্র পাল ছানা, লোকমান উদ্দিন, হবিব আহমদ, জিল্লুর রহমানসহ শিক্ষার্থী, অভিবাবক, শিক্ষক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও এসএমসির সদস্য বৃন্দ।


Free Online Accounts Software