18 Feb 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 12 September 2017 শিক্ষা  (পঠিত : 585) 

সিলামের পূর্বমোহাম্মদপুর প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

সিলামের পূর্বমোহাম্মদপুর প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
     

সিলেট এক্সপ্রেস ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী অফিসার শাহেদ মোস্তফা বলেছেন, ‘একটি সমৃদ্ধ জাতি ও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন ভবিষ্যত প্রজন্ম গড়ে তুলতে আমাদের প্রত্যেক শিক্ষার্থীকে তৃণমূল পর্যায় থেকে আধুনিক শিক্ষায় জ্ঞানদান করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার গোটা দেশকে উন্নত বিশ্বের মতো ডিজিটাল সিস্টেমে রূপান্তরিত করার আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সে লক্ষ্যে বাস্তবায়নে শিক্ষক-অভিভাবকসহ সকল সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে।’
গতকাল (১১ সেপ্টেম্বর) সোমবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের পূর্বমোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ডিজিটাল সিস্টেমে বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন এবং অভিভাবক সমাবেশে তিনি প্রধান অতিথি’র বক্তব্য রাখছিলেন। প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হান্নান মেম্বারের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জিয়াউদ্দিন আহমদ, সহকারী শিক্ষা অফিসার সানাউল হক ও মুসলেমা বেগম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর এবং ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন। বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য রওশন জাহান চৌধুরী, শাহিদা বেগম চৌধুরী, লিপি বেগম, সহকারী শিক্ষক হাছনা খাতুন, মুহিবুর রহমান, রুমী দেবনাথ, রুমী রাণী নাথ, জ্যোৎস্না ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি শাহেদ মোস্তফা প্রতিদিন প্রত্যেক শিক্ষার্থীকে বিদ্যালয়ে পাঠানোর পূর্বে অভিভাবকদের করণীয় সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, ‘মা-বাবাই প্রতিটি শিক্ষার্থীর মূল শিক্ষক। শিক্ষার্থীর খাওয়া-দাওয়া শেষে কাপড়-চোপড় পরিয়ে এবং স্কুল ব্যাগ গুছিয়ে পরিচ্ছন্নভাবে তাকে স্কুলে পাঠাতে হবে। এক্ষেত্রে ব্যতিক্রম হলে লেখাপড়ায় ব্যাঘাত ঘটতে পারে।’ তিনি ডিজিটাল সিস্টেমে প্রতিটির শিক্ষার্থীর ‘শিক্ষাবৃত্তান্ত’ বিদ্যালয় থেকে সংগ্রহ করে সে অনুযায়ী সন্তানের যথাযথ যত্ন নেয়ার আহবান জানান।
পরে তিনি কম্পিউটারের বোতাম টিপে ডিজিটাল সিস্টেমে বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন। এরআগে তিনি সিলেট বিভাগের একমাত্র স্বয়ংসম্পূর্ণ ডিজিটাল সিস্টেমে রূপান্তরিত পূর্বমোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি বিদ্যালয়ের প্রতিটি বিভাগ ঘুরে ঘুরে দেখেন এবং অভিভ‚ত হয়ে প্রধান শিÿকের ভ‚য়সী প্রশংসা করেন। দক্ষিণ সুরমা উপজেলার প্রত্যেকটি বিদ্যালয় যাতে পূর্বমোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো গড়ে উঠতে পারে সে লক্ষ্যে কাজ করার জন্য উপজেলা শিক্ষা অফিসারের প্রতি আহবান জানান।-বিজ্ঞপ্তি ###


Free Online Accounts Software