21 Sep 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 12 September 2017 খেলাধুলা  (পঠিত : 303) 

জাতীয় ক্রিকেট লিগের ভেন্যু সিলেট

জাতীয় ক্রিকেট লিগের ভেন্যু সিলেট
     

সিলেট এক্সপ্রেস ডেস্ক: আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ ২০১৭-১৮। দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই আসরের ভেন্যু তালিকায় রয়েছে সিলেট।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় লিগের প্রথম ও দ্বিতীয় টায়ারের কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এবারের ভেন্যুগুলোর মধ্যে রয়েছে- কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম ও রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম।

এবার ঢাকায় জাতীয় লিগের কোনো ম্যাচ রাখা হয়নি। সবগুলো ম্যাচ হবে ঢাকার বাইরে।

এ প্রসঙ্গে বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, ‘আগামী ১৫ সেপ্টেম্বর ১৯তম জাতীয় ক্রিকেট লিগের খেলা শুরু হতে যাচ্ছে। এবার ঢাকার কোনো ভেন্যুতে খেলা হচ্ছে না। নানা কারণে ঢাকার ভেন্যুগুলো ব্যস্ত থাকবে। সে কারণে ঢাকার বাইরের ভেন্যুগুলোতে দুই টায়ারের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। গত বছরের নিয়মেই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।’

নিয়মানুযায়ী, প্রথম টায়ারের শেষ দলটি রেলিগেশন প্রাপ্ত হয়ে দ্বিতীয় টায়ারে নেমে যাবে। আর দ্বিতীয় টায়ারের শীর্ষস্থানের দলটি প্রথম টায়ারে উন্নীত হবে।


   অন্য পত্রিকার সংবাদ  অভিজ্ঞতা  আইন-অপরাধ  আত্মজীবনি  আলোকিত মুখ  ইসলাম ও জীবন  ঈদ কেনাকাটা  উপন্যাস  এক্সপ্রেস লাইফ স্টাইল  কবিতা  খেলাধুলা  গল্প  ছড়া  দিবস  দূর্ঘটনা  নির্বাচন  প্রকৃতি পরিবেশ  প্রবাস  প্রশাসন  বিবিধ  বিশ্ববিদ্যালয়  ব্যক্তিত্ব  ব্যবসা-বাণিজ্য  মনের জানালা  মিডিয়া ওয়াচ  মুক্তিযুদ্ধ  যে কথা হয়নি বলা  রাজনীতি  শিক্ষা  সমসাময়ীক বিষয়  সমসাময়ীক লেখা  সমৃদ্ধ বাংলাদেশ  সাইক্লিং  সাক্ষাৎকার  সাফল্য  সার্ভিস ক্লাব  সাহিত্য-সংস্কৃতি  সিটি কর্পোরেশন  স্বাস্থ্য  স্মৃতি  হ য ব র ল  হরতাল-অবরোধ