23 Jan 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 10 September 2017 খেলাধুলা  (পঠিত : 1266) 

উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সিলেট সিক্সার্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু

উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে  সিলেট সিক্সার্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু
     নিজস্ব প্রতিবেদক ‘লাগলে বাড়ি,...বাউন্ডারি!।এই স্লোগান নিয়ে

উ?সব মুখর পরিবেশের মধ্য দিয়ে আজ সিলেট সিক্সার্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।বিপিএল-এ সিলেট ফেরার পাশাপাশি এবার নিজ ভেন্যুতে বসে খেলা উপভোগ করবেন ক্রীড়া পাগল সিলেটি দর্শকরা। শুধু তাই নয়, এবার লাক্কাতুরাস্থ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে যাত্রা শুরু হবে বিপিএল’র।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ এবারই প্রথমবারের মতো সিলেটি মালিকানায় অংশগ্রহণ করছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। নামও বদলে গেছে এ ফ্র্যাঞ্চাইজির। বিপিএলের শুরুর দুই আসরে সিলেট রয়্যালস এবং তৃতীয় আসরে সিলেট সুপার স্টারস নামে মাঠে নামলেও এবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছেলে সাহেদ মুহিতের মালিকানায় সিলেট সিক্সার্স নামেই আত্মপ্রকাশ ঘটেছে এ ফ্র্যাঞ্চাইজির।
নবযাত্রার অনুষ্ঠানমালার শুরুতে দুপুর ২ টায় নগরীর ধোপাদীঘিরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সে দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। পরে বিকালে ছিল অফিশিয়্যাল যাত্রা, লগো উম্মোচন,সংবাদ সম্মেলন। বিকাল ৪টায় অর্থমন্ত্রী ‘আইকন খেলায়াড়’ সাব্বির রহমান ও নাসির হোসেনকে দুহাতে ধরে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে প্রবেশ করেন পরে বিকাল সাড়ে ৪ টায় সিলেট সিক্সার্স’র অফিসিয়াল যাত্রা,লগো উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিলেট সিক্সার্স’র প্রধান পৃষ্ঠপোষক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এছাড়া অতিথি ছিলেন ডেল্টা লাইফ ইন্সুরেন্সের চেয়ারম্যান ও দলের স্পন্সর নাসির আহমদ চৌধুরী, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিলেট সিক্সর্স’র স্পন্সর অঞ্জন চৌধুরী, সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু, সিলেট সিক্সার্স’র টিম ডিরেক্টর ফারুক আহমেদ, টিম ম্যানেজার হাসিবুল হোসেন শান্ত, প্রধান কোচ জাহিদ এহসান, আইকন খেলোয়াড় সাব্বির রহমান ও নাসির হোসেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিলেট সিক্সার্স’র চেয়ারম্যান, অর্থমন্ত্রীপুত্র সাহেদ মুহিত, দলের কর্মকর্তা শফিউল আলম নাদেল ও মাহিউদ্দিন আহমদ সেলিম।


Free Online Accounts Software