26 Sep 2017 : Sylhet, Bangladesh :

মাধবপুর বাজারে অগ্নিকান্ড ১১ টি দোকান পুড়ে ছাই

মাধবপুর বাজারে অগ্নিকান্ড ১১ টি দোকান পুড়ে ছাই
     

আবুল হোসেন সবুজ,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর বাজারে হাসপাতাল রোডে অগ্নিকান্ডে ১১টি দোকান ভস্মীভুত হয়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ অলিউলøাহ জানান, মাধবপুর বাজারের হাসপাতাল রোডে রহমত সাইকেল স্টোর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা হাসপাতাল রোডে ৯টি ফার্মেসীতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এর দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে তথক্ষনে পুড়ে চাই হয়ে জায় দোকানগুলো। এতে বাইসাইকেলের ২টি দোকান, সেলুন সহ ঔষধের ১০টি দোকান ঔষধ সহ সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকার উপরে যাবে। ফায়ার সার্ভিসের ধারনা রহমত স্টোর থেকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। শনিবার সকালে স্থানীয় সংসদ সদস্য এড.মাহবুব আলী, উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেন।