21 Nov 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 30 August 2017 সিটি কর্পোরেশন  (পঠিত : 660) 

সাবেক প্যানেল মেয়র দিনার খান হাসু’র ঈদ-উল-আযহা শুভেচ্ছা

সাবেক প্যানেল মেয়র দিনার খান হাসু’র ঈদ-উল-আযহা শুভেচ্ছা
     সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর দিনার খান হাসু পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তা তিনি বলেন, আলøাহর অশেষ রহমত নিয়ে পবিত্র ঈদ-উল- আযহা সমাগত। পবিত্র এ দিনে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে কোরবানীর মাধ্যমে আল্লাহর সন্তেুাষ্টি লাভের জন্য মুসলিম উম্মাহ ঈদ উদযাপন করেন। সাম্প্রদায়িক সম্প্রীতির এ পূণ্যভূমি সিলেট সম্প্রীতির বন্ধনের জন্য সারা বিশ্বে সমাদৃত। তিনি আরো বলেন স¤প্রীতিকে আর সুদৃঢ় করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান। ঈদ-উল-আযহা উপলে তিনি দেশ ও জাতির মঙ্গল কামনা সহ নগরবাসীর সুখ, সমৃদ্ধি ও সু-স্বাস্থ্য কামনা করেন। বিজ্ঞপ্তি


Free Online Accounts Software