19 Aug 2017 : Sylhet, Bangladesh :

ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ)ফাহিম আহমদ চৌধুরী ইন্তেকাল দাফন সম্পন্ন

     

সিলেট এক্সপ্রেস ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব )ফাহিম আহমদ চৌধুরী আর নেই। তিনি গত ১২আগস্ট শনিবার রাত ১০.৪৫ টায় ঢাকা সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্না লিলøাহি..... রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ১ ছেলে ১মেয়ে আতœীস্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ জোহর বারিধারা মসজিদ প্রাঙ্গনে জানাজার নামাজ শেষে ঢাকাস্থ সামরিক গোরস্থানে সমাহিত করা হয় । মরহুমের আদিনিবাস নবীগঞ্জ উপজেলার দিনার পুর গ্রামে। মুুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী মরহুম দেওয়ান ফরিদ গাজীর খালাত ভাই।
ব্রিগেডিয়ার জেনারেল অব ফাহিম আহমদের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হবিগঞ্জ ১ আসন নবীগঞ্জ বাহুবলের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইসমত আহমদ চৌধুরী, সাবেক সংসদ সদস্য আবেদা চৌধুরী, দেওয়ান ফরিদ গাজীর সুযোগ্য ছেলে হবিগঞ্জ আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ দেওয়ান মিলাদ গাজী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যÿ ডা.মোর্শেদ আহমদ চৌধুরী, নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এর সভাপতি মনসুর আলী খান,সিলেটস্থ নবীগঞ্জ কল্যাণ সমিতিও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো.আবুল ফজল, সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার মোজাক্কির হোসাইন, মুক্তিযোদ্ধা মনুসুর ঘোরী, সিলেট জর্জকোর্টের বিভাগীয় স্পেশাল পিপি শাহ মোশাহিদ আলী এডভোকেট, জেলা পরিষদের সংরÿিত সদস্য প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবীন রুবা,ডা.নাজরা চৌধুরী। তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি


   অন্য পত্রিকার সংবাদ  অভিজ্ঞতা  আইন-অপরাধ  আত্মজীবনি  আলোকিত মুখ  ইসলাম ও জীবন  ঈদ কেনাকাটা  উপন্যাস  এক্সপ্রেস লাইফ স্টাইল  কবিতা  খেলাধুলা  গল্প  ছড়া  দিবস  দূর্ঘটনা  নির্বাচন  প্রকৃতি পরিবেশ  প্রবাস  প্রশাসন  বিবিধ  বিশ্ববিদ্যালয়  ব্যক্তিত্ব  ব্যবসা-বাণিজ্য  মনের জানালা  মিডিয়া ওয়াচ  মুক্তিযুদ্ধ  যে কথা হয়নি বলা  রাজনীতি  শিক্ষা  সমসাময়ীক বিষয়  সমসাময়ীক লেখা  সমৃদ্ধ বাংলাদেশ  সাইক্লিং  সাক্ষাৎকার  সাফল্য  সার্ভিস ক্লাব  সাহিত্য-সংস্কৃতি  সিটি কর্পোরেশন  স্বাস্থ্য  স্মৃতি  হ য ব র ল  হরতাল-অবরোধ