19 Aug 2017 : Sylhet, Bangladesh :

দুই দিন ব্যাপী সার্বজনীন জন্মাষ্টমী উৎসব শুরু

দুই দিন ব্যাপী সার্বজনীন জন্মাষ্টমী উৎসব শুরু
     

সনাতন হিন্দুধর্মের প্রাণপুরুষ পার্থসারথি ভগবান শ্রীকৃষ্ণের পূত আবির্ভাব স্মরণে ‘সার্বজনীন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ, সিলেট’-এর উদ্যোগে আজ ১৩ আগস্ট ২০১৭ রবিবার হইতে দুইদিন ব্যাপিয়া শুভ জন্মাষ্টমী উৎসব শুরু হয়েছে। জন্মাষ্টমী উৎসব উপলক্ষে সিলেট মহানগরীর মির্জাজাঙ্গাল মনিপুরী রাজবাড়ি শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির ও আশ্রমে দুইদিন ব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে আজ রবিবার, সকাল ৮-৩০ মিনিট সমবেত উপাসনা, পরিচালনায়- শ্রীহট্ট অখÐমÐলী, সকাল ১০ টায় সমবেত গীতা পাঠ, পরিবেশনায়- শ্রীমা সারদা সংঘ, সিলেট, বেলা ২ টায় শিশু-কিশোরদের গীতাপাঠ প্রতিযোগিতা, বিকাল ৪ টায় শিশু-কিশোরদের একক চিত্রাংকন প্রতিযোগিতা, বিকাল সাড়ে ৫ টায়, শিশু-কিশোরদের একক কীর্তন প্রতিযোগিতা রাত্রি ৮ টায় লোকনাথ ভক্তবৃন্দ পরিষদের সমবেত উপাসনা।
উৎসবের দ্বিতীয় ও শেষদিন ১৪ আগস্ট সোমবার, সকাল সাড়ে ৯ টায় পার্থসারথি ভগবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতিসহ নগর পরিক্রমা (শ্রীশ্রী মহাপ্রভুজীউর মন্দির প্রাঙ্গণ, মণিপুরী রাজবাড়ী, সিলেট হইতে) শুরু হবে। এটি নগরীর প্রধান সড়ক সমূহ পদক্ষিণ করবে। নগর পরিক্রমায় সিলেট মহানগরীর বিভিন্ন মন্দির, দেবালয় ও সর্বস্তরের ভক্তবৃন্দ অংশ নিবেন। সকাল সাড়ে ১১ টায় উৎসব অঙ্গনে ধর্মসভা অনুষ্টিত হবে। ধর্মসভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। দুপুর ২ টায় মহাপ্রসাদ বিতরণ, রাত্রি সাড়ে ৮ টায় সমেবেত শিল্পীদের পরিবেশনায় ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে মৌলভীবাজার, কমলগঞ্জ মনিপুরী থিয়েটারের পরিবেশনায় থাকবে বিশেষ নাটক “শ্রীকৃষ্ণ কীর্তন” রাত্র ১০ টায় শ্রীকৃষ্ণের বিশেষ পূজানুষ্ঠান শুরু হবে। পূজা শেষে সমবেত অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ। রাত্রি ১২-০১ মিনিট ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব স্মরণে প্রতি হিন্দুগৃহে ও দেবালয়ে উলুধ্বনি এবং শঙ্খধ্বনি।
সার্বজনীন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ, সিলেট এর আহবায়ক অধ্যাপক বিজিত কুমার দে ও সদস্যসচিব এডভোকেট প্রবীর ভট্রাচার্য্য এক বিবৃতিতে দুইদিন ব্যাপী সার্বিক অনুষ্ঠানে নারী-পুরুষ নির্বিশেষে সকল ভক্তের আন্তরিক সহযোগিতা ও সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছেন।


   অন্য পত্রিকার সংবাদ  অভিজ্ঞতা  আইন-অপরাধ  আত্মজীবনি  আলোকিত মুখ  ইসলাম ও জীবন  ঈদ কেনাকাটা  উপন্যাস  এক্সপ্রেস লাইফ স্টাইল  কবিতা  খেলাধুলা  গল্প  ছড়া  দিবস  দূর্ঘটনা  নির্বাচন  প্রকৃতি পরিবেশ  প্রবাস  প্রশাসন  বিবিধ  বিশ্ববিদ্যালয়  ব্যক্তিত্ব  ব্যবসা-বাণিজ্য  মনের জানালা  মিডিয়া ওয়াচ  মুক্তিযুদ্ধ  যে কথা হয়নি বলা  রাজনীতি  শিক্ষা  সমসাময়ীক বিষয়  সমসাময়ীক লেখা  সমৃদ্ধ বাংলাদেশ  সাইক্লিং  সাক্ষাৎকার  সাফল্য  সার্ভিস ক্লাব  সাহিত্য-সংস্কৃতি  সিটি কর্পোরেশন  স্বাস্থ্য  স্মৃতি  হ য ব র ল  হরতাল-অবরোধ