17 Dec 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 13 August 2017 প্রকৃতি পরিবেশ  (পঠিত : 698) 

বিশ্বনাথ বন্যা কবলিত লামাকাজি ইউনিয়ন পরিদর্শনের পর ইউএনও ফেইসবুকে যা লিখলেন

বিশ্বনাথ বন্যা কবলিত  লামাকাজি ইউনিয়ন  পরিদর্শনের  
পর ইউএনও ফেইসবুকে যা লিখলেন
     

নিজস্ব প্রতিবেদক অব্যাহত বৃষ্টি আর পাহাড়ী ঢলে সুরমা নদীর দুকূল ছাপিয়ে পানি নদী পাড়ের গ্রামগুলোতে আর ফসলের ক্ষেতে তীব্র বেগে প্রবেশ করছে। এ বৃষ্টি আর ঢল অব্যাহত থাকলে অচীরেই সুরমা অববাহিকা বন্যার্ত হয়ে পরবে। ১২ আগস্ট ২০১৭, বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের সুরমা নদী সংলগ্ন প্লাবিত অঞ্চল পরিদর্শন করার পর বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তার ফেইসবুক আইডিতে লেখা তার মন্তব্য। সুরমা পাড়ের মাহতাবপুর, মাধবপুর, শাহপুর, খূজার পাড়া, পূর্ব সোনাপুর, মির্জারগাও ও সাহেব নগর এর অধিকাংশ নিম্নাঞ্চলের রাস্তঘাট ইতোমধ্যে পানির নীচে। বাড়ি ঘরে এখনো পানি ওঠেনি- ছুঁইছুঁই করছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে কাল সকালের মধ্যে পানি ওঠার সম্ভাবনা আছে। পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারী করা হচ্ছে। ঐ এলাকার নাগরিকদের সাবধানে থাকতে বলা হলো। অবস্থার অবনতি ঘটলে বন্যা আশ্রয় কেন্দ্র খোলা হবে। এছাড়াও তীব্র স্রোতে লামাকাজী সংলগ্ন সুরমা নদীর পাড় ভাংছে। সিলেট - সুনামগঞ্জ আঞ্চলিক হাইওয়ে এবং সুরমা সংলগ্ন এলজিইডি রাস্তা এর কিছু অংশ ভাংগনের মারাত্মক ঝুঁকিতে রয়েছে।
পরিদর্শনকালে সঙ্গে ছিলেন ইউএইচএফপিও বিশ্বনাথ ডা: জালাল হোসাইন ও লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কবির হোসেন ধলা মিয়া। বন্যা সংক্রান্ত যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুন ০১৭৩০৩৩১০৩২


Free Online Accounts Software