19 Aug 2017 : Sylhet, Bangladesh :

টোল তিল জাল

     

সরওয়ার ফারুকী:

যে-আনারে ভর করে তিলের অলি
টোলপড়া গাল দিও তারে
হও যদি মনোখেদি ইশকের বন
ডাকিও টোলেল পরি যখনতখন।

ভেজা ভেজা প্রাণ যার দিলের কুমে
তারেই ভাবিও সারাক্ষণ
রক্তকরবী ঠোঁটে চুম দিও কুমে
কাঁপায়ো অধর প্রিয় অধরের উমে।

চঙ্গল পুরা যার চোখের কুটে
মাতালামি করো তার লাগি
নির্ঘাত হয়ো কাত নজরের বানে
নির্বাক প্রেম-পাঠ করো তার কানে।

ও-টোলের তিল-জালে হারায়ে রতন
সুয়ায় সোয়ার হয়ো দিলের মদন!


   অন্য পত্রিকার সংবাদ  অভিজ্ঞতা  আইন-অপরাধ  আত্মজীবনি  আলোকিত মুখ  ইসলাম ও জীবন  ঈদ কেনাকাটা  উপন্যাস  এক্সপ্রেস লাইফ স্টাইল  কবিতা  খেলাধুলা  গল্প  ছড়া  দিবস  দূর্ঘটনা  নির্বাচন  প্রকৃতি পরিবেশ  প্রবাস  প্রশাসন  বিবিধ  বিশ্ববিদ্যালয়  ব্যক্তিত্ব  ব্যবসা-বাণিজ্য  মনের জানালা  মিডিয়া ওয়াচ  মুক্তিযুদ্ধ  যে কথা হয়নি বলা  রাজনীতি  শিক্ষা  সমসাময়ীক বিষয়  সমসাময়ীক লেখা  সমৃদ্ধ বাংলাদেশ  সাইক্লিং  সাক্ষাৎকার  সাফল্য  সার্ভিস ক্লাব  সাহিত্য-সংস্কৃতি  সিটি কর্পোরেশন  স্বাস্থ্য  স্মৃতি  হ য ব র ল  হরতাল-অবরোধ