17 Dec 2017 : Sylhet, Bangladesh :

সুনামগঞ্জ 12 August 2017 প্রকৃতি পরিবেশ  (পঠিত : 569) 

সুনামগঞ্জে ২শতাধিক গ্রামের লÿাধিক মানুষ পানিবন্দী

সুনামগঞ্জে ২শতাধিক গ্রামের লÿাধিক মানুষ পানিবন্দী
     

সালেহ আহমদ হৃদয়, সুনামগঞ্জ প্রতিনিধি
গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সুনামগঞ্জ জেলার সবকটি নদ-নদীর পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। বন্যার কারণে ৬টি উপজেলার শতাধিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীÿা দু’দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। শনিবার সকাল ১০টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদ সীমার ৭৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হ”েছ। ভারি বৃস্টিপাত অব্যাহত থাকায় জেলার তাহিরপুর উপজেলার বালিজুরী, আনোয়ারপুর, লোহাচুড়া, পাচগাঁও, নোয়াহাট, বিশ্বম্ভরপুর উপজেলার,পলাশ ও ফতেপুর ইউনিয়নের ফুলভরি, রায়পুর, বাদরপুর এবং জামালগঞ্জ উপজেলা, শালøা ও দোয়ারাবাজার ও দÿিণ সুনামগঞ্জ এই ৬টি উপজেলার ২শতাধিক গ্রামের লÿাধিক মানুষ
পানিবন্দী হয়ে পড়েছেন। ফলে জেলার সদর উপজেলা, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর এই তিন উপজেলায় ইতিমধ্যে এক হাজার ৮ শত ৭৫ হেক্টর রোপা আমন ও সবজি ÿেতের ÿতি হয়েছে বলে স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়। একই ভাবে জেলার যাদুকাটা নদী চেলা নদীসহ সবকটি ছোট বড় নদ-নদী ও হাওরের পানি কয়েক ফুট বৃদ্ধি পেয়েছে। সুনামগঞ্জ জেলা প্রশাসন গতকাল শুক্রবার ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কÿে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা হয়েছে। একই সাথে উপজেলা গুলোতে সভা করার জন্য জেলা প্রশাসনের পÿ থেকে নির্দেশ দেয়া হয়েছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস জানান বৃষ্টিপাত অব্যাহত থাকায় আরো নতুন নতুন এলাকা প্লবিত হয়েছে এবং বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে জেলা সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম জানান, গত কয়েক দিনের ভারী বর্ষণে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে হঠাৎ করে গত ২৪ ঘন্টায় অস্বাভিক ভাবে পানি বৃদ্ধি পাওয়ায় গত শুক্রবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভায় প্রতিটি উপজেলা নির্বাহী অফিসারের নিকট বন্যার্তদের সাহায্য সহযোগিতার জন্য নগদ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে এবং শুকনো খাবার মজুদ রাখা হয়েছে। পাশপাশি যে সব এলাকায় বাড়িঘরে পানি উঠার স¤াবনা রয়েছে সেজন্য জেলা প্রশাসনের পÿ থেকে আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। । ##


Free Online Accounts Software