19 Aug 2017 : Sylhet, Bangladesh :

কমলগঞ্জে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী উদ্বোধন

কমলগঞ্জে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী উদ্বোধন
     


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টায় কমলগঞ্জ উপজেলার খুশালপুর গ্রামের বাড়িতে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। অনুষ্ঠানে সংসদীয় নির্বাচনী আসন (মৌলভীবাজার-৪)-এর অধীনস্থ কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কমলগঞ্জ উপজেলার খুশালপুর গ্রামের বাসিন্দা হিসেবে আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) প্রথম নিজের সদস্যপদ নবায়ন করেন। এই সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি নুরুল আলম সিদ্দিকী, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক অলি আহমদ খাঁন, উপজেলা বিএনপি নেতা মোঃ সিরাজুল ইসলাম, মোছাব্বির আলী মুন্না, মো: আবুল হোসেন, সোয়েব আহমদ, এড: তফাজ্জল হোসেন টিটু, নজরুল ইসলাম মনির, হারুনুর রশীদ, কমলগঞ্জ উপজেলা যুবদলের আহŸায়ক পৌর কাউন্সিলর আনছার শোকরানা মান্না, কমলগঞ্জ পৌর যুবদলের আহŸায়ক পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক আবু জাফর চৌধুরী সোয়েব, কমলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহŸায়ক সরওয়ার শোকরানা নান্না, শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক মহিউদ্দিন ঝাড়–, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের আহŸায়ক টিটু আহমেদ প্রমুখ।


   অন্য পত্রিকার সংবাদ  অভিজ্ঞতা  আইন-অপরাধ  আত্মজীবনি  আলোকিত মুখ  ইসলাম ও জীবন  ঈদ কেনাকাটা  উপন্যাস  এক্সপ্রেস লাইফ স্টাইল  কবিতা  খেলাধুলা  গল্প  ছড়া  দিবস  দূর্ঘটনা  নির্বাচন  প্রকৃতি পরিবেশ  প্রবাস  প্রশাসন  বিবিধ  বিশ্ববিদ্যালয়  ব্যক্তিত্ব  ব্যবসা-বাণিজ্য  মনের জানালা  মিডিয়া ওয়াচ  মুক্তিযুদ্ধ  যে কথা হয়নি বলা  রাজনীতি  শিক্ষা  সমসাময়ীক বিষয়  সমসাময়ীক লেখা  সমৃদ্ধ বাংলাদেশ  সাইক্লিং  সাক্ষাৎকার  সাফল্য  সার্ভিস ক্লাব  সাহিত্য-সংস্কৃতি  সিটি কর্পোরেশন  স্বাস্থ্য  স্মৃতি  হ য ব র ল  হরতাল-অবরোধ