18 Dec 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 12 August 2017 দূর্ঘটনা  (পঠিত : 375) 

সিলেট নগরী থেকে আ’লীগ নেতার ভাই নিখোঁজ

সিলেট নগরী থেকে আ’লীগ
 নেতার ভাই নিখোঁজ
     


সিলেট নগরীর তোপখানা থেকে মো. হীরা মিয়া নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শুক্রবার ভোরে বাসা থেকে বেরিয়ে গেলে তার আর খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে তার ছোট ভাই ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক এনামুল হক মুক্তা শনিবার ১২ আগস্ট, ২০১৭ কোতোয়ালী থানায় জিডি (৯৪৮) করেছেন। হীরা তোপখানা সুরমা ভ্যালি ১৪৬ নম্বর বাসার মৃত আব্দুর রহমান সোবা মিয়ার ছেলে। এক সময় তিনি কাজিরবাজারের ব্যবসায়ী ছিলেন।
জিডিতে উলেøখ করা হয়, শুক্রবার ভোরে নিজ বাসা থেকে বের হন হীরা মিয়া (৬৫)। অনেক জায়গায় তাকে খুঁজেও সন্ধ্যান মিলেনি। তার সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা ০১৭১১৩০০৫০৬ এই মোবাইল নাম্বারে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।


Free Online Accounts Software