18 Dec 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 12 August 2017 দূর্ঘটনা  (পঠিত : 302) 

পাঠানটুলা এলাকা থেকে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

পাঠানটুলা এলাকা থেকে
 মাদ্রাসা ছাত্র নিখোঁজ
     


সিলেটের পাঠানটুলা এলাকা থেকে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার বিকেলে উপরপাড়া বায়তুল আমান মাদ্রাসা এলাকা থেকে মোজাহিদ হোসেন মাহীন নামের ১২ বছরের ঔই ছাত্র মাদ্রাসা থেকে বের হয়ে আর ফেরেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল পাঞ্জাবী ও পেন্ট। সে সিলেটী আঞ্চলিক ভাষায় কথা বলে। কোন হৃদয়বান ব্যাক্তি ছেলেটির সন্ধান পেলে তার মামা সাংবাদিক শামীম হোসাইন (০১৭১০১৩১১৪০) এই নাম্বারে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। উলেøখ্য মোজাহিদ হোসেন মাহীন উপরপাড়া বায়তুল আমান মাদ্রাসা হোস্টেলে থেকে হিফজ বিভাগে অধ্যায়ন করত।


Free Online Accounts Software