16 Dec 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 12 August 2017 সার্ভিস ক্লাব  (পঠিত : 362) 

মাদার তেরেসা পদক পেলেন রোটারিয়ান আব্দুর রশীদ তালুকদার

মাদার তেরেসা পদক পেলেন রোটারিয়ান আব্দুর রশীদ তালুকদার
     বিশ্বজননী মাদার তেরেসার ১০৭ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস এর উদ্যোগে মাদার তেরেসা’র জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ১০ আগষ্ট বুধবার বেলা ৫ টায় রাজধানী ঢাকার সেগুনবাগিচাস্থ প্রফেসর আখতার ঈমাম অডিটোরিয়াম এ উক্ত অনুষ্ঠানে সফল প্যাথলজিক্যাল ল্যাব এক্সপার্ট হিসাবে স্বাস্থ্য ও মানবসেবায় সেবায় বিশেষ অবদানের জন্য রোটারিয়ান পি পি আব্দুর রশীদ তালুকদার কে বিশিষ্ট ল্যাব এক্সপার্ট ও মানব সেবক হিসাবে মাদার তেরেসা পদক ২০১৭ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিচারপতি আবদুস সালাম মামুন- বিচারপতি বাংলাদেশ সুপ্রিমকোর্ট, ভাষা সৈনিক রেজাউল করিম, অর্থমন্ত্রণালয়ের সচিব পীরজাদা শহীদুল হারুন, সাবেক মহাপরিচালক বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট- ড. মোঃ শহিদুল ইসলাম, ব্যারিস্টার মোঃ গোলাম নবী, প্রফসর ডা. রোটারিয়ান ডি. এম. জহুরুল ইসলাম ও প্রমুখ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সংস্কৃতিজন এড. লুৎফুল আহসান বাবু।

রোটারীয়ান রশীদ ১৯৫৪ ইংরেজীর পহেলা জানুয়ারী নেত্রকোনা জেলায় ঐতিহ্যবাহী কাজলা গ্রামে জন্মগ্রহন করেন, ব্যক্তিগত জীবনে দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক। বড় মেয়ে মিসেস দেলোয়ারা আক্তার লিপি বি.এস.সি ( অনার্স ), এম.এস.সি ও এম. এড ডিগ্রি কৃতিত্বের সহিত অর্জন করে সৈয়দ কুতুব জালাল মডেল হাই স্কুলে বিজ্ঞান শিক্ষক হিসেবে কর্মরত। কর্মক্ষেত্রে অনন্য সফলতার জন্য ২০১৬ ইংরেজিতে সিলেট জেলায় শ্রেষ্ট শিক্ষক এবং সদর উপজেলার মধ্যে শ্রেষ্ট “জয়ীতা” নির্বাচিত হন। একমাত্র ছেলে ডাঃ জাহিদ আহসান মুন ২০১৩ ইংরেজিতে এম.বি.বি.এস ডিগ্রি অর্জন এবং পরবর্তীতে বারডেম হাসপাতাল থেকে ডায়াবেটিস রোগের উপর উচ্চতর ডিগ্রি অর্জন করে বর্তমানে সার্জারীতে এফ.সি.পি.এস পার্ট এক করার জন্য প্রস্তুতি নিচ্ছে। মেধাবী ছোট মেয়ে রাফিয়া ফারজানা লিমু পি.এস.সি ও জে.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে বর্তমানে দশম শ্রেণীতে অধ্যয়নরত। সমাজসেবায় বিশেষ কৃতিত্বের দাবীদার স্ত্রী জাহানারা রশীদ সহ খুবই গোছানো পরিবারটি অনেকের নিকট ই অনুকরণীয়।


Free Online Accounts Software