19 Aug 2017 : Sylhet, Bangladesh :

তাহিরপুরে নৌকাডুবে ৪ জন নিখোঁজ

     

ঝড়ো বাতাসের কবলে পড়ে বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুরের শনির হাওরে নৌকা ডুবে নিখোঁজ তিন শিশুসহ ৪ জনের সন্ধান মিলেনি।

নিখোঁজ ব্যাক্তিরা হচ্ছেন- জেলার বিশম্ভপুর উপজেলার শান্তিপুর গ্রামের সোনা মিয়ার মেয়ে সাজনা বেগম (৫), একই গ্রামের বড় সোনা মিয়ার মেয়ে ঝুমা বেগম (৮), একই উপজেলার বাঘগুয়ো গ্রামের সোয়েব জামালের মেয়ে তানহা বেগম (১২) ও একই উপজেলার চিকসা গ্রামের মৃত রজব আলীর ছেলে হারুন রশিদ (৪৮)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়নের দক্ষিণকূল গ্রামের জাকির হোসেনের বৌভাতে যাওয়ার পথে কনের বাড়ির লোকদের বহনকারী ইঞ্জিনচালিত নৌকা বরের ঝড়ের কবলে পড়ে স্থানীয় ধাওয়ার বিলে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা ৩৬ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি চারজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর চারজনের নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ এবং স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। রাত পৌনে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে উদ্ধা করা যায়নি বলে জানান ওসি।


   অন্য পত্রিকার সংবাদ  অভিজ্ঞতা  আইন-অপরাধ  আত্মজীবনি  আলোকিত মুখ  ইসলাম ও জীবন  ঈদ কেনাকাটা  উপন্যাস  এক্সপ্রেস লাইফ স্টাইল  কবিতা  খেলাধুলা  গল্প  ছড়া  দিবস  দূর্ঘটনা  নির্বাচন  প্রকৃতি পরিবেশ  প্রবাস  প্রশাসন  বিবিধ  বিশ্ববিদ্যালয়  ব্যক্তিত্ব  ব্যবসা-বাণিজ্য  মনের জানালা  মিডিয়া ওয়াচ  মুক্তিযুদ্ধ  যে কথা হয়নি বলা  রাজনীতি  শিক্ষা  সমসাময়ীক বিষয়  সমসাময়ীক লেখা  সমৃদ্ধ বাংলাদেশ  সাইক্লিং  সাক্ষাৎকার  সাফল্য  সার্ভিস ক্লাব  সাহিত্য-সংস্কৃতি  সিটি কর্পোরেশন  স্বাস্থ্য  স্মৃতি  হ য ব র ল  হরতাল-অবরোধ