18 Aug 2017 : Sylhet, Bangladesh :

শ্রীশ্রী প্রভু জগদ্ববন্ধুসুন্দরের বন্ধু পরিক্রমা মহোৎসব উপলক্ষে আলোচনা সভা

শ্রীশ্রী প্রভু জগদ্ববন্ধুসুন্দরের বন্ধু পরিক্রমা মহোৎসব উপলক্ষে আলোচনা সভা
     

সিলেট এক্সপ্রেস ডেস্ক: আনন্দ পুরুষোত্তম শ্রীশ্রী প্রভু জগদ্ববন্ধুসুন্দরের তিনদিন ব্যাপী বন্ধু পরিক্রমা মহোৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৮ আগস্ট) রাত ৮টায় সিলেটের জামতলাস্থ শ্রীশ্রী প্রভু জগদ্ববন্ধুসুন্দর ধামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীহট্ট মহানাম সেবক সংঘের সভাপতি ডা. সত্যরঞ্জন দেবের সভাপতিত্বে ও প্রফেসর নন্দ কিশোর রায়ের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সভাপতি কান্তি বন্ধু ব্রহ্মচারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট শ্রীশ্রী প্রভু জগদ্ববন্ধুসুন্দর ধামের অধ্যক্ষ বন্ধু প্রীতম ব্রহ্মচারী, ঢাকাস্থ শ্রীশ্রী প্রভু জগদ্ববন্ধু মহাপ্রকাশ মঠ শ্রীঅঙ্গনের ড. নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী।
এসময় সিলেট শ্রীশ্রী প্রভু জগদ্ববন্ধুসুন্দর ধামে প্রজারী ও সকল ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
মহোৎসব উপলক্ষে সিলেট জামতলাস্থ শ্রীশ্রী প্রভু জগদ্ববন্ধুসুন্দর ধামে মহানাম কীর্ত্তন ও তারকব্রহ্ম হরিনাম কীর্ত্তন আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার রাত ৯টায় শুভ অধিবাস অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা করেন ফরিদপুরের গোপেশ মোহন্ত।
বুধবার (০৯ আগস্ট) প্রাতকাল হতে হরিনাম সংকীর্ত্তন শুরু হয়। হরিনাম পরিবেশন করবেন- ফরিদপুরের মোহন্ত সম্প্রদায়, বিশ্ব বন্ধু সম্প্রদায়, নব মহানাম সম্প্রদায়, গোপী বন্ধু সম্প্রদায়, নেত্রকোনার কুলেশ্বরী সম্প্রদায়।


   অন্য পত্রিকার সংবাদ  অভিজ্ঞতা  আইন-অপরাধ  আত্মজীবনি  আলোকিত মুখ  ইসলাম ও জীবন  ঈদ কেনাকাটা  উপন্যাস  এক্সপ্রেস লাইফ স্টাইল  কবিতা  খেলাধুলা  গল্প  ছড়া  দিবস  দূর্ঘটনা  নির্বাচন  প্রকৃতি পরিবেশ  প্রবাস  প্রশাসন  বিবিধ  বিশ্ববিদ্যালয়  ব্যক্তিত্ব  ব্যবসা-বাণিজ্য  মনের জানালা  মিডিয়া ওয়াচ  মুক্তিযুদ্ধ  যে কথা হয়নি বলা  রাজনীতি  শিক্ষা  সমসাময়ীক বিষয়  সমসাময়ীক লেখা  সমৃদ্ধ বাংলাদেশ  সাইক্লিং  সাক্ষাৎকার  সাফল্য  সার্ভিস ক্লাব  সাহিত্য-সংস্কৃতি  সিটি কর্পোরেশন  স্বাস্থ্য  স্মৃতি  হ য ব র ল  হরতাল-অবরোধ