22 Jan 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 9 August 2017 প্রশাসন  (পঠিত : 455) 

রূপকল্প ২০২১ বাস্তবায়ন করতে হলে জ্বালানী ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রূপকল্প ২০২১ বাস্তবায়ন করতে হলে 
জ্বালানী ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে
     

সিলেট এক্সপ্রেস ডেস্ক: সিলেটের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার বলেছেন, রূপকল্প ২০২১ বাস্তবায়ন করতে হলে জ্বালানী ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রূপকল্প ২০২১ এর কয়েকটি সূচক রয়েছে। এ সূচকগুলো বাস্তবায়িত হলে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। তিনি আরো বলেন, সিলেটে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে। তার মধ্যে গ্যাস, তেল, পাথর, বালু ও মৎস্য সম্পদ। এগুলোকে রক্ষা করতে হলে প্রকৃতির বিরুদ্ধে না গিয়ে, প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল দেশে রূপান্তরিত করছেন। এর ধারাবাহিকতা বজায় রাখতে অনলাইন ডিজিটালের দিকে জ্বালানী ব্যবস্থাকে অগ্রসর হতে হবে। ১৯৭৫ সালের ৯ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তদানীন্তন শেল অয়েল কোম্পানীর মালিকানাধীন এদেশের ৫টি গ্যাস ক্ষেত্র তিতাস, হবিগঞ্জ, কৈলাশটিলা, রশীদপুর ও বাখরাবাদ নামমাত্র মূল্যে ক্রয়ের মাধ্যমে মালিকানায় ন্যস্ত করেন। তাই জ্বালানী নিরাপত্তার ক্ষেত্রে দেশের জন্যে এটি একটি মাইল ফলক।
তিনি ৯ আগস্ট বুধবার সকাল ১১টায় গ্যাস অডিটোরিয়ামে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড ও জালালাবাদ টি অ্যান্ড ডি সিষ্টেম লিঃ এর যৌথ আয়োজনে জাতীয় জ্বালানী নিরাপত্তা দিবস ২০১৭ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জালালাবাদ টি অ্যান্ড ডি সিষ্টেম লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট গ্যাস ফিল্ড লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নিজাম শরিফুল ইসলাম।
জালালাবাদ টি অ্যান্ড ডি সিষ্টেম লিঃ জামে মসজিদের ইমাম ক্বারী মাওলানা আকমল হোসেন কর্তৃক পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট গ্যাস ফিল্ড লিঃ এর মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী এ কে এম আমির হোসেন, জালালাবাদ টি অ্যান্ড ডি সিষ্টেম লিঃ এর মহাব্যবস্থাপক (অর্থ) অলক কুমার মিত্র, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি কায়েছ আহমদ, সিলেট গ্যাস ফিল্ড লিঃ এর অফিসার্স ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি হারুন রশীদ মোলøা, জালালাবাদ কর্মচারীলীগ (সিবিএ ২৫২০) এর সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, সিলেট গ্যাস ফিল্ড লিঃ এর সিবিএ সাধারণ সম্পাদক মোঃ হারুন উর রশীদ। অনুষ্ঠানে সিলেট গ্যাস ফিল্ড লিঃ এর হরিপুরস্থ প্রধান কার্যালয়ে, গোলাপগঞ্জস্থ কৈলাশটিলা গ্যাস ফিল্ড, রশীদপুর গ্যাস ফিল্ড, বিয়ানীবাজার গ্যাস ফিল্ড কার্যালয় বর্নিল ফেস্টুন ব্যানার দ্বারা সজ্জিত করা হয়। অপর দিকে জালালাবাদ টি অ্যান্ড ডি সিষ্টেম লিঃ এর প্রধান কার্যালয় সিলেট শহর এলাকার গুরুত্বপূর্ণ স্থান সমূহ হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা শহরের সড়কদ্বীপসমূহ ও গুরুত্বপূর্ণ স্থান সমূহ এবং জালালাবাদ গ্যাসের বিভিন্ন আঞ্চলিক, বিতরণ কার্যালয়সমূহ জ্বালানী দিবস উপলক্ষে সজ্জিত করা হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান করেন জালালাবাদ টি অ্যান্ড ডি সিষ্টেম লিঃ এর কর্মচারীলীগ (সিবিএ ২৫২০) এর সভাপতি মোঃ আব্দুর রহমান, সিলেট গ্যাস ফিল্ড লিঃ এর মহাব্যবস্থাপক (টেকনিক্যাল সার্ভিসেস) মোঃ আব্দুল কাদির, সিলেট গ্যাস ফিল্ড লিঃ এর অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আকবর আলী, সিলেট গ্যাস ফিল্ড লিঃ এর সিবিএ সভাপতি হারুন উর রশীদ।
শোকের মাস আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের শুরুতে দাঁড়িয়ে ১ মিনিট নিরাবতা পালন করা হয়। পরে জাতীয় সংগীতের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।


Free Online Accounts Software