17 Dec 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 8 August 2017 শিক্ষা  (পঠিত : 487) 

বর্ডার গার্ড কলেজে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাব উদ্বোধন

বর্ডার গার্ড কলেজে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাব উদ্বোধন
     

সিলেট এক্সপ্রেস ডেস্ক: বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ (বিজিপিএসসি), সিলেটে অধ্যায়নরত শিক্ষার্থীদের কম্পিউটারের প্রোগ্রামিং প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে চালু করা হয়েছে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাব। রোববার দুপুরে এ ল্যাবের উদ্বোধন করেন সেক্টর কমান্ডার বিজিবি সিলেট ও বিজিপিএসসি’র গভর্নিং বডির চেয়ারম্যান, কর্নেল মোঃ আব্দুল্লাহ-আল-মামুন। এ সময় তিনি বলেন, প্রায় তিন হাজার শিক্ষার্থীর অধ্যায়নরত এ প্রতিষ্ঠানে মাত্র ০১টি কম্পিউটার ল্যাব রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। যে কারণে প্রোগ্রামিং প্রশিক্ষণ ও আইসিটি’র ক্লাস পরিচালনায় কলেজ কর্তৃপক্ষকে অনেক বেগ পেতে হয়। এছাড়া সাপ্তাহিক ছুটির দিনে (শুক্র ও শনিবার) আমরা উৎসাহিত করেছিলাম শিক্ষার্থীদের প্রোগ্রামিং প্রশিক্ষণে অংশ নিতে। দিন দিন শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। তাই প্রাথমিক পর্যায়ে ২৪টি কম্পিউটার নিয়ে কলেজে নতুন ল্যাব স্থাপন করা হয়েছে। ল্যাব উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, কলেজ অধ্যক্ষ মোঃ ফয়জুল হক, ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, লে: কর্নেল তোফায়েল আহমদ চৌধুরী, ৪১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আবুজার আল জাহিদ, ক্লাব সমন্বয়ক অসিত কুমার চৌধুরী ও গভর্নিং বডির সদস্যবৃন্দ। পরে এ উপলক্ষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ ফরিদ আহমেদ।


Free Online Accounts Software