23 Jan 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 7 August 2017 প্রশাসন  (পঠিত : 592) 

শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তার পদক পেলেন এয়ারপোর্ট থানার ওসি মো. মোশাররফ হোসেন

শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তার পদক পেলেন এয়ারপোর্ট থানার ওসি মো. মোশাররফ হোসেন
     

সিলেট এক্সপ্রেস ডেস্ক: সিলেট মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা এলাকায় আইনশৃংখলা পরিস্থিতির উন্নতি ও সর্বোচ্চ গ্রেফতারী পরওয়ানা তামিল করায় শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তার পদক পেয়েছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন।
সোমবার বিকেলে সিলেট মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনারের (উত্তর) কার্যালয়ে এক অনুষ্ঠানে এই পদক প্রদান করেন উপ পুলিশ কমিশনার (ডিসি) মো. ফয়সল মাহমুদ।
অনুষ্ঠানে এসএমপি’র উত্তর বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে ডিসি মো. ফয়সল মাহমুদ বলেন, এসএমপি’র উত্তর বিভাগে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আরও নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে হবে। ভালো কাজ করলে পুরস্কৃত করা হবে, আর অন্যায় করলে কঠোর শাস্তি দেওয়া হবে। অনুষ্ঠানে অধিক গ্রেফতারী পরওয়ানা তামিল করায় কোতোয়ালী মডেল থানার এসআই ইবাদ উল্লাহ ও এয়ারপোর্ট থানার এএসআই সাইদুর রহমানকেও সম্মাননা প্রদান করনে তিনি।


Free Online Accounts Software