19 Aug 2017 : Sylhet, Bangladesh :

সিলেট রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

সিলেট রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন
     

সিলেট এক্সপ্রেস ডেস্ক: অদ্য ০৬/০৮/২০১৬খ্রিঃ বিকাল ০৩:০০ ঘটিকায় সিলেট জেলা পুলিশ লাইন্স মাঠে আরআরএফ,সিলেট কর্তৃক আয়োজিত সিলেট রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট-২০১৭ এর শুভ উদ্বোধন করা হয়। সিলেট জেলার পুলিশ সুপার জনাব মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি জনাব মোঃ কামরুল আহসান বিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ নজরুল ইসলাম । এছাড়াও সিলেট জেলার পুলিশ সুপার জনাব মোঃ মনিরুজ্জামান, রেঞ্জ অফিস সিলেটের পুলিশ সুপার জনাব নূরুল ইসলামসহ, সিলেট জেলা পুলিশ ও আরআরএফ এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় মৌলভীবাজার জেলা পুলিশ ও আরআরএফ, সিলেট অনুষ্ঠিত হয়। পুলিশের নিয়মিত ডিউটির পাশাপাশি এ ধরনের প্রতিযোগিতায় অংশ গ্রহণ তাদেরকে আরো উজ্জীবিত করবে বলে প্রধান অতিথি তার বক্তব্যে প্রকাশ করেন। পাশাপাশি খেলাধুলায় অসামান্য অবদানের জন্য সাফ গেমসে পুলিশের কাবাডিতে রৌপ্য ও বক্সিং এ স্বর্ন পদক প্রাপ্তির উদাহরন তুলে ধরেন।


   অন্য পত্রিকার সংবাদ  অভিজ্ঞতা  আইন-অপরাধ  আত্মজীবনি  আলোকিত মুখ  ইসলাম ও জীবন  ঈদ কেনাকাটা  উপন্যাস  এক্সপ্রেস লাইফ স্টাইল  কবিতা  খেলাধুলা  গল্প  ছড়া  দিবস  দূর্ঘটনা  নির্বাচন  প্রকৃতি পরিবেশ  প্রবাস  প্রশাসন  বিবিধ  বিশ্ববিদ্যালয়  ব্যক্তিত্ব  ব্যবসা-বাণিজ্য  মনের জানালা  মিডিয়া ওয়াচ  মুক্তিযুদ্ধ  যে কথা হয়নি বলা  রাজনীতি  শিক্ষা  সমসাময়ীক বিষয়  সমসাময়ীক লেখা  সমৃদ্ধ বাংলাদেশ  সাইক্লিং  সাক্ষাৎকার  সাফল্য  সার্ভিস ক্লাব  সাহিত্য-সংস্কৃতি  সিটি কর্পোরেশন  স্বাস্থ্য  স্মৃতি  হ য ব র ল  হরতাল-অবরোধ