22 Aug 2017 : Sylhet, Bangladesh :

হবিগঞ্জ 7 August 2017 দূর্ঘটনা  (পঠিত : 887) 

বানিয়াচঙ্গে ট্রলী চাপায় স্কুল ছাত্র নিহত \ ঘাতক চালক আটক

বানিয়াচঙ্গে ট্রলী চাপায় স্কুল ছাত্র নিহত \ ঘাতক চালক আটক
     

মখলিছ মিয়া,বানিয়াচং (হবিগঞ্জ)থেকে: বানিয়াচংয়ে ট্রলী চাপায় এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক চালক রাহেল মিয়া (২০) সহ ট্রলীকে আটক করে থানায় নিয়ে এসছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সকাল সাড়ে ১০টার দিকে বটের হাটি গ্রাম সংলগ্ন রাস্তায়। নিহত মুমিন মিয়া (৬) দোয়াখানী মহল্লার হাজী আব্দুল আলী সাহেবের ছেলে এবং বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন এর সিনিয়র সদস্য হাফেজ মাওলানা নুরুল ইসলামের ছোট ভাই। মুমিন জাতুকর্ণপাড়া আদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র ছিল। সকাল সাড়ে ১০ টায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে সে এ দূর্ঘটনার শিকার হয় । এদিকে বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন এক প্রেস বিজ্ঞপ্তিতে কোমলমতী ছাত্র মুমিন মিয়া (৬) এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। সেই সাথে বানিয়াচং থেকে চিরতরে এ অবৈধ ট্রলি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে তাহফিজুল কোরআন ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ। ঘাতক ট্রলি চালক রাহেল মিয়া (২৪) প্রথম রেখ মহল্লার ফজলু মিয়ার ছেলে। এ বিষয়ে বানিয়াচং থানার এসআই বাবুল সিংহ এর সাথে আলাপকালে তিনি এ ঘটনার সত্যতা স্বীকার করে চালক ও গাড়ী আটক রয়েছে বলে জানান।

আরোও ছবি

বানিয়াচঙ্গে ট্রলী চাপায় স্কুল ছাত্র নিহত \ ঘাতক চালক আটক


   অন্য পত্রিকার সংবাদ  অভিজ্ঞতা  আইন-অপরাধ  আত্মজীবনি  আলোকিত মুখ  ইসলাম ও জীবন  ঈদ কেনাকাটা  উপন্যাস  এক্সপ্রেস লাইফ স্টাইল  কবিতা  খেলাধুলা  গল্প  ছড়া  দিবস  দূর্ঘটনা  নির্বাচন  প্রকৃতি পরিবেশ  প্রবাস  প্রশাসন  বিবিধ  বিশ্ববিদ্যালয়  ব্যক্তিত্ব  ব্যবসা-বাণিজ্য  মনের জানালা  মিডিয়া ওয়াচ  মুক্তিযুদ্ধ  যে কথা হয়নি বলা  রাজনীতি  শিক্ষা  সমসাময়ীক বিষয়  সমসাময়ীক লেখা  সমৃদ্ধ বাংলাদেশ  সাইক্লিং  সাক্ষাৎকার  সাফল্য  সার্ভিস ক্লাব  সাহিত্য-সংস্কৃতি  সিটি কর্পোরেশন  স্বাস্থ্য  স্মৃতি  হ য ব র ল  হরতাল-অবরোধ