19 Aug 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 2 August 2017 শিক্ষা  (পঠিত : 463) 

বড়লেখায় দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসায় নবীন বরণ

বড়লেখায় দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসায় নবীন বরণ
     

সিলেট এক্সপ্রেস ডেস্ক:মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসায় ২০১৭ সালের আলিম ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (০২আগস্ট) দুপুরে মাদ্রাসা হলরুমে নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আলেচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রসার শিক্ষার্থী কাওসার আহমদ। স্বাগত বক্তব্য রাখেন ছাত্র সংসদের জিএস আব্দুল্লাহ আল আমীন।
মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা একে এম এ শাকুরের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মাওলানা লুৎফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির যুক্তরাষ্ট্র শাখার সহ-সভাপতি,বিশিষ্ট সমাজসেবক ফয়জুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল গফফার,গভর্নিং বডির সদস্য সাংবাদিক কাজী রমিজ উদ্দীন, আরবী প্রভাষক হাফিজ মাওলানা আব্দুল কাদির,ইংরেজী প্রভাষক আমিনুল ইসলাম, বাংলা প্রভাষক মনিরুজ্জামান, শিক্ষক ফয়জুল হক, মাদ্রাসার প্রাক্তন ছাত্র মাওলানা কমর উদ্দীন বাদশা,গভর্নিং বডির সদস্য এমরানুল হক বাবু,আজির উদ্দীন সুনু,হাজী আং সামাদ, আবু মেরাজ, শিক্ষার্থী তানবির আহমদ,মুফিদ আহমদ,রেদওয়ান আহমদ প্রমুখ।


   অন্য পত্রিকার সংবাদ  অভিজ্ঞতা  আইন-অপরাধ  আত্মজীবনি  আলোকিত মুখ  ইসলাম ও জীবন  ঈদ কেনাকাটা  উপন্যাস  এক্সপ্রেস লাইফ স্টাইল  কবিতা  খেলাধুলা  গল্প  ছড়া  দিবস  দূর্ঘটনা  নির্বাচন  প্রকৃতি পরিবেশ  প্রবাস  প্রশাসন  বিবিধ  বিশ্ববিদ্যালয়  ব্যক্তিত্ব  ব্যবসা-বাণিজ্য  মনের জানালা  মিডিয়া ওয়াচ  মুক্তিযুদ্ধ  যে কথা হয়নি বলা  রাজনীতি  শিক্ষা  সমসাময়ীক বিষয়  সমসাময়ীক লেখা  সমৃদ্ধ বাংলাদেশ  সাইক্লিং  সাক্ষাৎকার  সাফল্য  সার্ভিস ক্লাব  সাহিত্য-সংস্কৃতি  সিটি কর্পোরেশন  স্বাস্থ্য  স্মৃতি  হ য ব র ল  হরতাল-অবরোধ