22 Nov 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 23 July 2017 শিক্ষা  (পঠিত : 618) 

আকবেট-এর উদ্যোগে কাউন্সেলিং বিষয়ক কর্মশালা

আকবেট-এর উদ্যোগে কাউন্সেলিং বিষয়ক কর্মশালা
     

মো. আব্দুল বাছিত:সমাজসেবামূলক কাজে কিংবা এনজিওতে জড়িত সকলের জন্য কাউন্সেলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিভিন্ন পরিস্থতিতে তাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এ থেকে উত্তরণের জন্য এবং মানসিক উৎকর্ষতার বিকাশের স্বার্থে কাউন্সেলিং-এর মাধ্যমে এনজিও কর্মীদেরকে কার্যকরী পদক্ষেপগুলো জানতে হবে। সর্বোপরি কাউন্সেলিং-এর মাধ্যমে সুষ্ঠুভাবে ব্যক্তির সমস্যা সমাধানের ক্ষমতা অর্জন করতে হবে। ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (আকবেট)-এর উদ্যোগে কাউন্সেলিং বিষয়ে আয়োজিত কর্মশালায় বক্তারা এ কথা বলেন। রোববার উপশহরস্থ আকবেট-এর নিজস্ব কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। মাঠ পর্যায়ের এনজিও কর্মীদের জন্য কাউন্সেলিং বিষয়ক কর্মশালাটি পরিচালনা ও কাউন্সেলিং-এর ওপর বক্তব্য রাখেন মালয় বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক তাহমিনা ইসলাম। কর্মশালায় বক্তব্য রাখেন আকবেট-এর ট্রাস্টি ও যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. নূরুল ইসলাম। কর্মশালায় আকবেট, ইউসেপ, স্কার, শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্র, যমযম বাংলাদেশ, আইডিয়া, বন্ধু, এসএসকেএস-এর ২২ জন কর্মী অংশ গ্রহণ করেন। কর্মশালায় আকবেট-এর নির্বাহী পরিচালক মুহাম্মদ আসাদুজ্জামান সায়েম, ডেপুটি ম্যানেজার ফাহমিদা তানিয়াসহ আকবেট-এর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কর্মশালার শেষে অতিথিবৃন্দ অংশগ্রহণকারী কর্মীদের হাতে সার্টিফিকেট তুলে দেন।

আরোও ছবি

আকবেট-এর উদ্যোগে কাউন্সেলিং বিষয়ক কর্মশালা

Free Online Accounts Software