19 Aug 2017 : Sylhet, Bangladesh :

হবিগঞ্জ 20 July 2017 শিক্ষা  (পঠিত : 516) 

বানিয়াচং আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল কোরআন মাদরাসা দাওরা হাদীসে উন্নীত

বানিয়াচং আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল কোরআন মাদরাসা দাওরা হাদীসে  উন্নীত
     

মখলিছ মিয়া,বানিয়াচং থেকে: দীর্ঘদিন ধরে সবার মধ্যে একটি আক্ষেপ ছিল এ জনপদে একটি ‘দাওরায়ে হাদীছ’ ( মাস্টার্স সমমান) মাদরাসা নেই । দীর্ঘদিনের এ প্রত্যাশিত আক্ষেপটি অবশেষে পূরণ হল। গত বুধবার আনুষ্টানিকভাবে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসাটি দাওরা হাদিসে উন্নীত হল। এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে বিশাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মুফতি জুনাইদ আহমদ দাঃবাঃ। শিক্ষক মাওলানা আবু বক্কর মুহাম্মদ হারুন’র পরিচালনায় এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে ২৫ জন ছাত্রকে দাওরা হাদীছ এর বুখারী শরীফের ছবক এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দাওরা হাদীছ এর উদ্বোধন করেন শায়খুল হাদীস দারুল উলুম ব্যারি ইংল্যন্ড এর আল্লামা বিলাল বাওয়া। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অত্র জামেয়ার শিক্ষা সচিব মাওলানা গোলাম কাদির। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমিন্ত্রত অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, শায়খুল হাদীস বানিয়াচং শাহী ঈদগাহ এর ইমাম মাওলানা ফজলুর রহমান, শায়খুল হাদীস মাওলানা আব্দুর রব ইউসুফী,সিলেট দরগা মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মখলিছুর রহমান, মাওলানা আব্দুল জলিল ইউসুফী, আলহাজ্ব ফরিদ উল্লাহ, মাওলানা আব্দাল হোসেন খান, মাওলানা আব্দুল ওয়াদুদ, ব্যকস এর সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন। উল্লেখ্য, ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি বানিয়াচং উপজেলা সদরের প্রাণকেন্দ্র বড় বাজারের সন্নিকটে ১৯৭৯ সালে ফুরকানিয়া মক্তব ও হাফেজিয়া মাদরাসা হিসেবে প্রথমে প্রতিষ্ঠিত হয় । পরে ১৯৮১ সালে মাদরাসায় কিতাব বিভাগ খোলে পূর্ণাঙ্গতা অর্জন করে । এর প্রতিষ্ঠিাতা মুতাওয়াল্লি ছিলেন হাফেজ আতাউর রহমান দাঃবাঃ এবং মুহতামিম ছিলেন আল্লামা আব্দুল মতিন (রহঃ) । এরই ধারাবাহিকতায় ১৯৯৪ সালে বিশিষ্ট আলেম ও দানবির যুক্তরাজ্য প্রবাসী মুফতি তালেব উদ্দিন’র উপর মাদরাসার পরিচালনার দায়িত্ব ন্যস্ত করা হয় । এর পর থেকে মাদরাসার অবকাঠামো সহ শিক্ষা-দীক্ষায় প্রভূত উন্নয়ন সাধিত হয়ে আসছে।


   অন্য পত্রিকার সংবাদ  অভিজ্ঞতা  আইন-অপরাধ  আত্মজীবনি  আলোকিত মুখ  ইসলাম ও জীবন  ঈদ কেনাকাটা  উপন্যাস  এক্সপ্রেস লাইফ স্টাইল  কবিতা  খেলাধুলা  গল্প  ছড়া  দিবস  দূর্ঘটনা  নির্বাচন  প্রকৃতি পরিবেশ  প্রবাস  প্রশাসন  বিবিধ  বিশ্ববিদ্যালয়  ব্যক্তিত্ব  ব্যবসা-বাণিজ্য  মনের জানালা  মিডিয়া ওয়াচ  মুক্তিযুদ্ধ  যে কথা হয়নি বলা  রাজনীতি  শিক্ষা  সমসাময়ীক বিষয়  সমসাময়ীক লেখা  সমৃদ্ধ বাংলাদেশ  সাইক্লিং  সাক্ষাৎকার  সাফল্য  সার্ভিস ক্লাব  সাহিত্য-সংস্কৃতি  সিটি কর্পোরেশন  স্বাস্থ্য  স্মৃতি  হ য ব র ল  হরতাল-অবরোধ