15 Dec 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 18 July 2017 সাহিত্য-সংস্কৃতি  (পঠিত : 781) 

পরশমনি

     

মিজানুর রহমান মিজান:

শ্রেষ্ট সুর আযানের ধ্বনি

সর্বোত্তম কুরানের বাণী

জীবন যাত্রায় সোনার খনি।

মানবিক, নৈতিক অর্জনে গুণাবলী

আদর্শ মানব গেছেন পথ চলি

সুশৃংখলতায় ভাল ফল জানি।

ইসলাম পরম শান্তির ধর্ম

আছে জীবনের নিগুড় মর্ম

যদি মান্যে চলতে জানি।

হিংসা, বিদ্বেষ লোভের বশে

বিসর্জনে সুনিশ্চিত পড়বে না খসে

আলোক দ্যুতি ছড়ায় পরশমনি।


Free Online Accounts Software