24 Nov 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 17 July 2017 সাহিত্য-সংস্কৃতি  (পঠিত : 782) 

ফেসবুক ছড়া

     

মোঃ আব্দুল হক:
আমাদের ফেসবুকে বড় বড় ছড়াকার
শিশুদের মুখে ছড়া সুকুমার বড়ুয়ার।

ফেসবুক ফেসবুক ছড়া নিয়ে কারবার
পড়ুক বা না পড়ুক লাইকটা দরকার।

সময়যে এসে গেছে তাড়াতাড়ি ভাববার
নিজেরাই নিজেদের বড় এক চাটুকার।

ছড়াকার গল্পকার লোক আছে বলবার
শিশুমন চায় জেনো তালদিঘি দেখবার।

মন খোলে খোলা মাঠে চায় গান গাইবার
চায় ঘুরে নেচেগেয়ে সারাপাড়া বেড়াবার।

একবার দুইবার ভেবে করো দরবার
রবীন্দ্র নজরুল আজও বাকি পড়বার।

সাহিত্য ছোট নয় বিশাল এক পারাবার
লিখি যতো তারচেয়ে পড়ি যেন বারবার।।


Free Online Accounts Software