23 Jan 2018 : Sylhet, Bangladesh :

বিশ্ব 15 July 2017 প্রবাস  (পঠিত : 6096) 

লন্ডনে আজিজার কৃতিত্বপূর্ণ ফলাফল

লন্ডনে আজিজার কৃতিত্বপূর্ণ ফলাফল
     


সিলেট এক্সপ্রেস ডেস্ক:
লন্ডনের গ্লেজমোর কমিউনিটি স্কুল থেকে ‘ইয়ার-৯’ সমাপনীতে কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে বাংলাদেশী শিক্ষাথী আজিজা রায়হানা চৌধুরী।

শুক্রবার ১৪ জুলাই লন্ডনের দক্ষিণ টটেনহামের এ স্কুলে সমাবর্তনে তাকে সম্মানিত করা হয়।
বাংলাদেশী বংশোদ্ভূত আজিজা সিলেটের জকিগঞ্জের কোনাগ্রামের মেয়ে। তার বাবা যুক্তরাজ্যস্থ ‘কোনগ্রাম প্রবাসী সমাজসেবা পরিষদ’র প্রতিষ্ঠাতা সিনিয়র সহ সভাপতি এসি আজাদ।মা রুলী চৌধুরী লন্ডনে বাংলাদেশিদের সংগঠন ‘জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র মহিলা বিষয়ক সম্পাদক।

সমাবর্তন অনুষ্ঠানে মেয়ের সঙ্গে তারাও উপস্থিত ছিলেন।
আজিজার বাবা এসি আজাদ জানান, লন্ডনে বরাবরই কৃতিত্বে সাক্ষর রাখছে বাংলাদেশী শিক্ষার্থীরা। এটা শুনতে ভালো লাগবে, যে আমরা বাংলাদেশী বংশোদ্ভোত। বিশ্বের অন্যান্য দেশের শিক্ষাথীরাও এখানে পড়ছে। তাদের সঙ্গে প্রতিযোগিতা এগিয়ে যাচ্ছে আমাদের শিশুরা। এসব ছোট্টা ছোট্ট অজনে এখানে বাংলাদেশের সম্মান অনেক বাড়িয়ে দেয়।

ইয়ার ৯ এর ক্রিস্টেক ৩ তে গ্রেজুয়েশন ‍পয়েন্ট অজন করে উতীণ হয় আজিজা।

আজিজার ছোট তিন বোনও আমিরা, মাইশা ও রাইশা পড়ছে লন্ডনে। এর মধ্যে আমিরা গত বছর যুক্তরাজ্যে ‘সামার রিডিং চ্যালেঞ্জে’ মেধার স্বাক্ষর রেখে সার্টিফিকেট ও ল্যাপটপ জিতেছিলো।


Free Online Accounts Software