24 Nov 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 14 July 2017 সাহিত্য-সংস্কৃতি  (পঠিত : 625) 

ভরা নদী

     

নূরুল গনি:

গাঙ্গে যখন জোয়ার আসে
আইল ভাঙ্গে তূরে
খাল বিল হাওর হাসে
যাইতে সিন্ধু পুরেরে ।।

কল কল জল বালা
ছলাত ছলাত সুরে
নববধূর ডিঙ্গা ভাসে
যাইতে স্বামীর ঘরেরে ।।

মাঝি গায় ভাটিয়ালী
বাতাসে পাল উড়ে
মাতাল ঢেউ ঝড় তুফানে
পলকে নাও ঘোরেরে ।।

হাসি মুখে সবাই ফিরে
নুরুল কান্দে ঝুরে
প্রাণ বন্ধুর লাগিয়া আমার
মনটা সদায় পুড়েঁরে ।।


Free Online Accounts Software