21 Sep 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 8 July 2017 প্রশাসন  (পঠিত : 426) 

কোন অপরাধীকেই ছাড় দেয়া হবে না--ওসি মোজাম্মেল হক

কোন অপরাধীকেই ছাড় দেয়া হবে না--ওসি মোজাম্মেল হক
     

মখলিছ মিয়া,বানিয়াচং থেকে: বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ড উমরপুর গ্রামে বানিয়াচং থানা পুলিশ কর্তৃক এক বিশাল কমিউনিটি পুলিশিং সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মোঃ জালাল সিদ্দিকী। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক। এতে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দেলোয়ার হোসেন, এসআই (নিঃ) এসএম ফিরোজ আহমেদ, ৬নং কাগাপাশা ইউপির বিট অফিসার এসআই (নিঃ) বাবুল সিংহ, এএসআই (নিঃ) বিশ^জিৎ রায়। উক্ত সভায় উমরপুর গ্রামের মোঃ জনাব আলী সহ গ্রামবাসীর পÿে আরো ২০জন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা গত ১৩ মে উমরপুর গ্রাম হইতে ১৮ জন ডাকাতকে জনসাধারণের সহায়তায় গ্রেফতার করায় বানিয়াচং থানা পুলিশকে ধন্যবাদ জানান। উক্ত সভায় ১৮ জন ডাকতদের মদত দাতা হিসেবে কবির উদ্দিনকেও গ্রেফতারের দাবী জানানো হয় উক্ত সভা থেকে। প্রধান অতিথির বক্তব্যে অফিসার ইনচাজর্ মোজাম্মেল হক বলেন, কবির উদ্দিন যদি ডাকাত দলের মদদ দাতা হিসেবে জড়িত থাকেন তাকে অবশ্যই আইনের আওতায় নিয়া আসা হবে, এছাড়াও যদি আরও কোন ব্যক্তি ডাকাতদের মদতদাতা হিসেবে জড়িত থাকে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না।   অন্য পত্রিকার সংবাদ  অভিজ্ঞতা  আইন-অপরাধ  আত্মজীবনি  আলোকিত মুখ  ইসলাম ও জীবন  ঈদ কেনাকাটা  উপন্যাস  এক্সপ্রেস লাইফ স্টাইল  কবিতা  খেলাধুলা  গল্প  ছড়া  দিবস  দূর্ঘটনা  নির্বাচন  প্রকৃতি পরিবেশ  প্রবাস  প্রশাসন  বিবিধ  বিশ্ববিদ্যালয়  ব্যক্তিত্ব  ব্যবসা-বাণিজ্য  মনের জানালা  মিডিয়া ওয়াচ  মুক্তিযুদ্ধ  যে কথা হয়নি বলা  রাজনীতি  শিক্ষা  সমসাময়ীক বিষয়  সমসাময়ীক লেখা  সমৃদ্ধ বাংলাদেশ  সাইক্লিং  সাক্ষাৎকার  সাফল্য  সার্ভিস ক্লাব  সাহিত্য-সংস্কৃতি  সিটি কর্পোরেশন  স্বাস্থ্য  স্মৃতি  হ য ব র ল  হরতাল-অবরোধ