22 Jan 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 2 July 2017 খেলাধুলা  (পঠিত : 517) 

সিলেট প্রেসক্লাব-মাহা ক্রীড়া প্রতিযোগিতায় নাম তালিকাভুক্তির আহবান

     

সিলেট এক্সপ্রেস ডেস্ক: সিলেট প্রেসক্লাব-মাহা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭ শুরু হতে যাচ্ছে। ক্লাব সদস্যদের আগামী ৮ জুলাইয়ের মধ্যে নাম তালিকাভুক্ত করতে হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ক্লাব সদস্যগণ ক্লাবের টেলিফোন নম্বরে (৭১৬১২৯) অথবা ই-মেইলেও (sylhetpressclub@gmail.com) নাম তালিকাভুক্ত করতে পারবেন।
এছাড়াও ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আবদুল আহাদ (মোবাইল নম্বর ০১৭৩৩-৯৬৪০৫৫) কে ফোন করে নাম তালিকাভুক্ত করা যাবে।
প্রতিযোগিতাটি ১৪টি ইভেন্টে অনুষ্ঠিত হবে। ইভেন্টগুলো হচ্ছে- ক্যারম একক, ক্যারম দ্বৈত, দাবা, কলব্রিজ, ব্রে, টোয়েন্টি নাইন, অকশনব্রিজ, টিটি একক, টিটি দ্বৈত, ব্যাডমিন্টন একক, ব্যাডমিন্টন দ্বৈত, গাফলা, সাপলুডু ও কাবাডি।


Free Online Accounts Software