22 Aug 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 19 June 2017 স্বাস্থ্য  (পঠিত : 424) 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাপানিজ এনকেফালাইটিস বিষয়ক সেমিনার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে
জাপানিজ এনকেফালাইটিস বিষয়ক সেমিনার
     

সিলেট এক্সপ্রেস ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও সিভিল সার্জন অফিস কর্তৃক আয়োজিত জাপানিজ এনকেফালাইটিস বিষয়ক সেমিনার আজ সোমবার সিওমেক এর হলরুমে অনুষ্ঠিত হয়। এ সেমিনারটি পর্যায়ক্রমে আগামী ২২মে পর্যন্ত ৪টি মেডিকেলে অব্যহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ. কে. মাহবুবুল হক। সেমিনারের কো-অরডিনেটর সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়, রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. দেবপ্রদ রায়, নিওরোলজি বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান ডা. মতিউর রহমান, সহযোগী অধ্যাপক ডা. শিশির চক্রবর্তী, ডেপুটি সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, বক্তব্য রাখেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আহমদ সিরাজুল মুনীর (রাহিল), সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মাইনুদ্দিন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডা. আজাদ রহমানী, ডা. মুহিবুল কাশেম প্রমুখ।


   অন্য পত্রিকার সংবাদ  অভিজ্ঞতা  আইন-অপরাধ  আত্মজীবনি  আলোকিত মুখ  ইসলাম ও জীবন  ঈদ কেনাকাটা  উপন্যাস  এক্সপ্রেস লাইফ স্টাইল  কবিতা  খেলাধুলা  গল্প  ছড়া  দিবস  দূর্ঘটনা  নির্বাচন  প্রকৃতি পরিবেশ  প্রবাস  প্রশাসন  বিবিধ  বিশ্ববিদ্যালয়  ব্যক্তিত্ব  ব্যবসা-বাণিজ্য  মনের জানালা  মিডিয়া ওয়াচ  মুক্তিযুদ্ধ  যে কথা হয়নি বলা  রাজনীতি  শিক্ষা  সমসাময়ীক বিষয়  সমসাময়ীক লেখা  সমৃদ্ধ বাংলাদেশ  সাইক্লিং  সাক্ষাৎকার  সাফল্য  সার্ভিস ক্লাব  সাহিত্য-সংস্কৃতি  সিটি কর্পোরেশন  স্বাস্থ্য  স্মৃতি  হ য ব র ল  হরতাল-অবরোধ