23 Jan 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 19 June 2017 বিশ্ববিদ্যালয়  (পঠিত : 633) 

এনইইউবি ইংলিশ কাউন্সিলের উদ্যোগে ইফতার মাহফিল

এনইইউবি ইংলিশ কাউন্সিলের উদ্যোগে ইফতার মাহফিল
     

সিলেট এক্সপ্রেস ডেস্ক: নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ইংলিশ কাউন্সিলের উদ্যোগে ১৮ই জুন ২০১৭, জিন্দাবাজারস্থ হোটেল ইস্টিকুটুমে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড.আতফুল হাই শিবলী, বিজনেস অনুষদের ডীন প্রফেসর ড.তোফায়েল আহমদ, এ্যাপ্লাইড স্যোসিওলোজি এন্ড স্যোসাল ওয়ার্ক বিভাগের বিভাগীয় প্রধান মোঃ তানভীর আহমেদ চৌধুরী, আইন ও বিচার বিভাগের বিভাগীর প্রধান আবুল হাসনাত ইবনে আবেদীন, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শামসুল কবিরসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইংরেজী বিভাগের সকল শিক্ষার্থী উক্ত ইফতার মাহফিলে অংশ গ্রহন করে। ইফতার মাহফিলে ইউনিভার্সিটির সকলের এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দুআ অনুষ্ঠিত হয়।


Free Online Accounts Software