23 Jan 2018 : Sylhet, Bangladesh :

সিলেট 19 June 2017 সার্ভিস ক্লাব  (পঠিত : 675) 

প্রদীপ সংগঠন'র ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল ১৭ সম্পন্ন

প্রদীপ সংগঠন'র ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল ১৭ সম্পন্ন
     

সিলেট এক্সপ্রেস ডেস্ক: শিশুরা এদেশের ভবিষ্যত, আমাদের আগামী প্রজন্ম। আসছে পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদে দরিদ্র পথশিশুদেরও মন চায় নতুন জামা পড়ে ঈদের আনন্দে মেতে উঠতে। সুবিধা বঞ্চিত দরিদ্র পথশিশুদের মুখে হাঁসি ফুটাতে, তাদেরকে ও ঈদের আনন্দে শরীক করতে কিছু কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্র-ছাত্রীদের প্রতিষ্ঠিত প্রদীপ সংগঠন'র উদ্যোগে ১৭ পথশিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল নগরীর সিআরবি শিরীষ তলায় অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রায় ১৬০জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের জামা বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে ইকরামুল হক মিজান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়াসিন আরফাত গাব্বু, কামরুল ইসলাম, একলাসুর রহমান, ইফরাজ, রানা, এহেসান, ইমরান,রওনক,মোহাম্মদ ইমাদ উদ্দীন, মুর্তজা, শাহাদাতসহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ।


Free Online Accounts Software