15 Dec 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 18 June 2017 সার্ভিস ক্লাব  (পঠিত : 1729) 

রোটারী মেট্রোপলিটন ক্লাব’র এর উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী

রোটারী মেট্রোপলিটন ক্লাব’র এর উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী
     

মো. আব্দুল বাছিত: রোটারী ডিস্ট্রিক্ট গভর্নর শহীদ আহমদ চৌধুরী বলেছেন, সঠিক ও আদর্শ নেতৃত্ব একটি সমাজকে বদলাতে পারে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আর্ত মানবতার কল্যাণ সাধন করা সম্ভব। রোটারী ক্লাব অব মেট্রোপলিটন, সিলেট-এর সভাপতি রোটারিয়ান ইয়াকুতুল গণি ওসমানীর সুযোগ্য নেতৃত্বে এবং ক্লাবের অন্যান্য সদস্যদের সহযোগিতা ও আন্তরিকতায় ক্লাবটি রোটারী অঙ্গনে এক অনন্য নজীর স্থাপন করেছে। রোটারী অঙ্গনে এবং মানবতার কল্যাণ সাধনে তা উদাহরণ হয়ে থাকবে। রোটারী ক্লাব অব মেট্রোপলিটন, সিলেট-এর উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আজ রোববার নগরীর একটি অভিজাত হোটেলে রোটারী ক্লাব অব মেট্রোপলিটন, সিলেট-এর সভাপতি রোটারিয়ান ইয়াকুতুল গণি ওসমানীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২-এর এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান পিপি ফেরদৌস আলম। ক্লাবের সেক্রেটারী রোটারিয়ান রেহান উদ্দিন রায়হানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেপুটি গভর্নর রোটারিয়ান পিপি মুহাম্মদ মোস্তফা কামাল, রোটারিয়ান পিপি একেএম সামসুল হক দিপু, রোটারিয়ান পিপি কপিল উদ্দিন বাবলু, রোটারিয়ান পিপি মুফতি তাহের আহমদ, ডেপুটি গভর্নর এম নুরুল হক সোহেল, ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ সেক্রেটারী রোটারিয়ান পিপি আহমেদ রেজাউল করিম জুবায়ের, ট্রেজারার রোটারিয়ান পিপি ইকবাল হোসেন, রোটারী হলি ল্যান্ড ক্লাবের সভাপতি রোটারিয়ান অলিউর রহমান নাহিদ, রোটারী পাইওনিয়ার ক্লাব সভাপতি রোটারিয়ান মারুফ আহমদ, হিলটাউন সভাপতি রোটারিয়ান এনামুল হক, কীন ব্রিজ সভাপতি রোটারিয়ান আব্দুল ওয়াদুদ আল মামুন, সিলেট মহানগর সভাপতি রোটারিয়ান জাকারিয়া ইফতেখার শামীম, সিলেট কসমোপলিটন সভাপতি রোটারিয়ান শাহেদ হোসাইন, সিলেট সেন্ট্রাল সভাপতি সিলেট কুশিয়ারা সভাপতি রোটারিয়ান ড. এম শহীদুল ইসলাম এডভোকেট, সিলেট রয়েল সভাপতি রোটারিয়ান আব্দুর রহমান, রোটারিয়ান রাহাত তরফদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেট্রোপলিটন ক্লাবের রোটারিয়ান আইপিপি আজিজুর রহমান, রোটারিয়ান পিপি এম নুরুল হক সোহেল, পিপি রোটারিয়ান মুহাম্মদ মোশাররফ হোসেন জাহাঙ্গীর, রোটারিয়ান পিপি মুহাম্মদ কবির উদ্দিন, রোটারিয়ান পিপি কাজী হেলাল, রোটারিয়ান মুহাম্মদ আবু সুফিয়ান, রোটারিয়ান আহসান আহমদ খান, রোটারিয়ান আব্দুর রহমান জামিল, রোটারিয়ান আখতার চৌধুরী রুবেল, রোটারিয়ান মুহাম্মদ সুহাদ রব চৌধুরী, রোটারিয়ান ইলিয়াসুর রহমান, রোটারিয়ান সাইফুর রহমান, রোটারিয়ান দেওয়ান রুশো চৌধুরী, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরী, রোটারিয়ান রেজাউল করীম, রোটারিয়ান ইখতিয়ার আহমদ চৌধুরী, রোটারিয়ান মুহাম্মদ আবুল হোসেন, রোটারিয়ান এডভোকেট আজিম উদ্দিন, রোটারিয়ান তাজ খান আলম, রোটারিয়ান ইনাম আহমদ প্রমুখ। অনুষ্ঠানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন ডেপুটি গভর্নর এম নুরুল হক সোহেল। এছাড়া সমাজসেবা সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ক্লাবের সদস্যদেরকে সম্মাননা স্বরুপ ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আহমদ ইয়াহইয়া সাদী এবং রোটারী প্রত্যয় পাঠ করেন তাওফিক বক্স।
সভাপতির বক্তব্যে ক্লাব সভাপতি রোটারিয়ান ইয়াকুতুল গণি ওসমানী বলেন, রোটারী মেট্রোপলিটন ক্লাবকে মানবতা এবং সমাজসেবাসহ উন্নয়নমূলক কাজে পরিচালনা করার যথাযথ চেষ্টা করেছি। ক্লাবের সদস্যদের সহযোগিতা এবং ভালোবাসায় অর্জিত মর্যাদা সদস্যদের জন্য অনুপ্রেরণা এবং সম্মানের প্রতীক।


Free Online Accounts Software