23 Aug 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 18 June 2017 দূর্ঘটনা  (পঠিত : 1005) 

বালাগঞ্জে বজ্রপাতে যুবক নিহত

বালাগঞ্জে বজ্রপাতে যুবক নিহত
     

জিল্লুর রহমান জিলু: বালাগঞ্জে বজ্রপাতের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহত আব্দুল আহাদ (১৮) বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের মৃত বিরন মিয়ার পুত্র। ১৭জুন দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আব্দুল আহাদ বেশ কিছুদিন যাবত স্থানীয় নলজুড় গ্রামের দুলাল মিয়ার হাঁসের খামারের কর্মি হিসেবে নিয়োজিত রয়েছে। ঘটনার সময় ‘হাঁসের পাল’ নিয়ে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের পাশে স্থানীয় নলজুড় হাওরে নৌকাযোগে ‘রাখালী’ করছিল। এ সময় বজ্রপাতের ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রচণ্ড শব্দের সাথে সাথে সে পানি পড়ে তলিয়ে যায়। এলাকাবাসী তাৎক্ষণিক এগিয়ে এসে অনুসন্ধান শুরু করেন। তবে হাওরে গভীর পানি এবং বিরুপ আবহাওয়ার কারণে অনুসন্ধান কাজে বিঘ্ন সৃষ্টি হয়। অবশ্য প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয় লোকজন যুবকের মৃত্যদেহ উদ্ধার করতে সক্ষম হন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস এবং বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ এসএম জালাল উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।
বালাগঞ্জ থানার অফিসার থানার অফিসার ইন-চার্জ এসএম জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


   অন্য পত্রিকার সংবাদ  অভিজ্ঞতা  আইন-অপরাধ  আত্মজীবনি  আলোকিত মুখ  ইসলাম ও জীবন  ঈদ কেনাকাটা  উপন্যাস  এক্সপ্রেস লাইফ স্টাইল  কবিতা  খেলাধুলা  গল্প  ছড়া  দিবস  দূর্ঘটনা  নির্বাচন  প্রকৃতি পরিবেশ  প্রবাস  প্রশাসন  বিবিধ  বিশ্ববিদ্যালয়  ব্যক্তিত্ব  ব্যবসা-বাণিজ্য  মনের জানালা  মিডিয়া ওয়াচ  মুক্তিযুদ্ধ  যে কথা হয়নি বলা  রাজনীতি  শিক্ষা  সমসাময়ীক বিষয়  সমসাময়ীক লেখা  সমৃদ্ধ বাংলাদেশ  সাইক্লিং  সাক্ষাৎকার  সাফল্য  সার্ভিস ক্লাব  সাহিত্য-সংস্কৃতি  সিটি কর্পোরেশন  স্বাস্থ্য  স্মৃতি  হ য ব র ল  হরতাল-অবরোধ