29 Jun 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 18 June 2017 দূর্ঘটনা  (পঠিত : 269) 

জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় চালকের মৃত্যু: অাহত ৫

     

সিলেট তামাবিল মহাসড়কে দরবাঘের সড়ক নামক স্থানে ট্রাক-নোহা মাইক্রোর সংঘর্ষে নোহা চালক নিহত হয়েছে। আহত হয়েছে ৫ জন ।

এলাকাবাসী সূত্রে জানা যায়- শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় সিলেট তামাবিল মহাসড়কের দরবাঘের সড়ক এলাকায় ট্রাক-নোহা মাইক্রোর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে৷ এ ঘটনায় জৈন্তাপুর উপজেলার ফেরীঘাট হতে ইফতারী শেষে বাড়ী ফেরার পথে সিলেটের লালাবাজার গামী নোহা মাইক্রোর নং ঢাকা-মেট্রো-চ-১৩-১৪১৩ সাথে জাফলংগামী ট্রাক যাহার নং ঢাকা-মেট্রো-ট-১৮-৬৭৮৫ মুখোমুখি দূর্ঘটনাটি ঘটে৷

দূর্ঘটনায় নোহা মাইক্রোর চালক সহ ৬জন অাহত হন। অাহতদের স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে চালক ব্যতিত অন্যান্যদের নাম জানা যায়নি।

এঘটনায় সিলেট ওসমানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নোহা চালক সিলেট শহরের খালেরপাড়স্থ ক্বারী অাব্দুল মতিন এর ছেলে অাব্দুস ছালাম(৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অন্যান্য অহতদের নাম জানা যায়নি৷ তবে পুরুষ, মহিলা শিশু সহ ৫জন অাহত রয়েছেন৷

|

   অন্য পত্রিকার সংবাদ  অভিজ্ঞতা  আইন-অপরাধ  আত্মজীবনি  আলোকিত মুখ  ইসলাম ও জীবন  ঈদ কেনাকাটা  উপন্যাস  এক্সপ্রেস লাইফ স্টাইল  কবিতা  খেলাধুলা  গল্প  ছড়া  দিবস  দূর্ঘটনা  নির্বাচন  প্রকৃতি পরিবেশ  প্রবাস  প্রশাসন  বিবিধ  বিশ্ববিদ্যালয়  ব্যক্তিত্ব  ব্যবসা-বাণিজ্য  মনের জানালা  মিডিয়া ওয়াচ  মুক্তিযুদ্ধ  যে কথা হয়নি বলা  রাজনীতি  শিক্ষা  সমসাময়ীক বিষয়  সমসাময়ীক লেখা  সমৃদ্ধ বাংলাদেশ  সাইক্লিং  সাক্ষাৎকার  সাফল্য  সার্ভিস ক্লাব  সাহিত্য-সংস্কৃতি  সিটি কর্পোরেশন  স্বাস্থ্য  স্মৃতি  হ য ব র ল  হরতাল-অবরোধ