21 Aug 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 17 June 2017 দূর্ঘটনা  (পঠিত : 1301) 

বেপরোয়া মোটরসাইকেলর ধাক্কায় স্কলার্সহোমের নবম শ্রেণীর ছাত্র মহসিন নিহত

 বেপরোয়া মোটরসাইকেলর  ধাক্কায় স্কলার্সহোমের নবম শ্রেণীর ছাত্র মহসিন  নিহত
     

সিলেট নগরীর শাহী ঈদগাহে স্কলার্সহোমের নবম শ্রেণীর ছাত্র মহসিন সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে।

জানাগেছে, শুক্রবার মাগরিবের নামাজ পড়ে বাসায় ফেরার পথে নগরীর শাহী ঈদগাহ এলাকায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা গুরতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে তাৎক্ষণিক সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যাবার পথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

তবে বেপরোয়াগতীর মোটরসাইকেল আরোহীকে আটক করা সম্ভব হয়নি বলে জানাগেছে।

নিহত মহসিন জকিগঞ্জের বাবুর বাজার সুন্দরারচকের আব্দুশ শহীদের ছেলে। তার অকাল মৃত্যুতে মা বাবা'সহ আত্মীয় স্বজন পাগল প্রায়। স্কুল ছাত্র মহসিনের অকাল মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ার সাথে নেমে এসেছে জকিগঞ্জ জুড়ে শোকের ছায়া।

নিহত মহসিনের বন্ধু জাহাঙ্গীর আলম সাহেদ জানিয়েছে, মহসিন সপ্তম শ্রেণী পর্যন্ত জকিগঞ্জের জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যায়নরত ছিলো। ভালো ফলাফল অর্জনের লক্ষে পরে সে সিলেট স্কলার্সহোমে ভর্তি হয়। সদা হাসিমূখের মহসিনের অকাল মৃত্যু কোন ভাবেই কেউ মেনে নিতে পারছেনা।

তারা মহসিনের ঘাতক মোটরসাইকেল আরোহীকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছে।

আরোও ছবি

 বেপরোয়া মোটরসাইকেলর  ধাক্কায় স্কলার্সহোমের নবম শ্রেণীর ছাত্র মহসিন  নিহত


   অন্য পত্রিকার সংবাদ  অভিজ্ঞতা  আইন-অপরাধ  আত্মজীবনি  আলোকিত মুখ  ইসলাম ও জীবন  ঈদ কেনাকাটা  উপন্যাস  এক্সপ্রেস লাইফ স্টাইল  কবিতা  খেলাধুলা  গল্প  ছড়া  দিবস  দূর্ঘটনা  নির্বাচন  প্রকৃতি পরিবেশ  প্রবাস  প্রশাসন  বিবিধ  বিশ্ববিদ্যালয়  ব্যক্তিত্ব  ব্যবসা-বাণিজ্য  মনের জানালা  মিডিয়া ওয়াচ  মুক্তিযুদ্ধ  যে কথা হয়নি বলা  রাজনীতি  শিক্ষা  সমসাময়ীক বিষয়  সমসাময়ীক লেখা  সমৃদ্ধ বাংলাদেশ  সাইক্লিং  সাক্ষাৎকার  সাফল্য  সার্ভিস ক্লাব  সাহিত্য-সংস্কৃতি  সিটি কর্পোরেশন  স্বাস্থ্য  স্মৃতি  হ য ব র ল  হরতাল-অবরোধ