16 Dec 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 13 June 2017 সাহিত্য-সংস্কৃতি  (পঠিত : 785) 

হিফজুর রাহমান তাসনীম’র গ্রন্থের মোড়ক উম্মোচন

হিফজুর রাহমান তাসনীম’র গ্রন্থের মোড়ক উম্মোচন
     

মো. আব্দুল বাছিত:সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে মানুষের মন ও মননশীলতার পরিবর্তন হয়। সমাজকে পরিবর্তন করার সর্বোত্তম এবং প্রভাবিত করার মাধ্যম হচ্ছে সংস্কৃতি। সমাজ ও দেশের কল্যাণের জন্য তাই নৈতিক মূল্যবোধে পরিপূর্ণ সংস্কৃতি লালন করতে হবে। পাশাপাশি বুদ্ধিবৃত্তিকভাবে আদর্শের প্রচারে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই।
পাপড়ি প্রকাশ-এর উদ্যোগে লন্ডন প্রবাসী সংস্কৃতিকর্মী হিফজুর রাহমান তাসনীমের গানের বই ‘সাম্যের সুর-ধ্বনি’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও ইফতার মাহফিলে বক্তারা এ কথা বলেন।
আজ মঙ্গলবার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে বিশিষ্ট লেখক-গবেষক বশির আহমদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ-সভাপতি লে. কর্নেল (অবঃ) সৈয়দ আলী আহমদ।
পাপড়ি প্রকাশ-এর স্বত্তাধিকারী ছড়াকার কামরুল আলমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ সভাপতি সাংবাদিক-সংগঠক, গল্পকার সেলিম আউয়াল এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন শাবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌস, বিশিষ্ট সাহিত্য সমালোচক কবি অধ্যাপক বাছিত ইবনে হাবীব, বাংলাদেশ টেলিভিশনের ধারাভাষ্যকার কণ্ঠশিল্পী দিদারুল ইসলাম।
অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিটিভির প্রোগ্রাম প্লানার মনজুরুল আলম দোয়েল, জৈন্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফয়েজ আহমদ, প্রাকৃত প্রকাশ-এর স্বত্তাাধিকারী প্রভাষক কবি মামুন সুলতান, মীম প্রকাশনীর স্বত্তাধিকারী কবি সিদ্দিক আহমদ, দৈনিক বিজয়ের কণ্ঠের সাহিত্য সম্পাদক ছড়াকার প্রভাষক শাহ মিজান, সাহিত্যের ছোটোকাগজ পিঁপড়ার সম্পাদক গল্পকার মিনহাজ ফয়সল, ত্রৈমাসিক বৃক্ষ সম্পাদক কবি আজমল আহমদ প্রমুখ। অনুষ্ঠানে ইসলামী সংগীত করেন মো. আব্দুল বাছিত এবং ছড়া আবৃত্তি করেন ছড়াকার আকরাম সাবিত, মুয়াজ বিন এনাম। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন পাপড়ি প্রকাশ-এর স্বত্তাাধিকারী ছড়াকার কামরুল আলম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকার আরিফ শাহেদ শাহরিয়ার, ছড়াকার নজমুল হক চৌধুরী, ছড়াকার কবির আশরাফ, কবি সুমন খান, সাংবাদিক আতিক সামী, ছড়াকার রুমান হাফিজ, মাহবুব এ রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তারেক মনোয়ার ।Free Online Accounts Software