17 Dec 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 20 May 2017 খেলাধুলা  (পঠিত : 934) 

আমনিয়া পশ্চিম পাড়া যুব সংঘের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আমনিয়া পশ্চিম পাড়া যুব সংঘের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
     

সিলেট এক্সপ্রেস ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৯ নং পশ্চিম আমুড়া ইউনিয়নে আমনিয়া পশ্চিমপাড়া যুব সংঘের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ৩টায় আমনিয়া পশ্চিমপাড়া মাঠে বিপুল দর্শকদের উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়।
উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ও বিশিষ্ট্য সমাজসেবী আলহাজ্ব কুনু মিয়া।
প্রধান অতিথি বক্তেব্যে তিনি বলেন- বাংলাদেশে বর্তমান যুব সমাজ এখন সবচেয়ে বেশী বিপদগামী হচ্ছে। দেশে যে যাবে মাদকের ছড়াছড়ি রয়েছে এতে করে যুব সমাজ ভালো থাকার কথা নয়। তাই এদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মধ্য দিয়ে ব্যবস্থ রাখতে হবে। আর আমরা অভিভাবকগণ ও সচেতন হতে হবে, এদের প্রতি নজর রাখতে হবে। এতে করে আমাদের মাঝ থেকে ভালো খেলোয়ার বের হয়ে আসবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৯নং পশ্চিম আমুড়া ইউনিয়নে চেয়ারম্যান রুহেল আহমদ, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক ও সিএনএন বাংলা টেলিভিশনের সিলেট ব্যুরো চীফ আবুল কাশেম রুমন, ৯নং পশ্চিম আমুড়া ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান ৪নং ওয়ার্ডের মেম্বার লকুস আহমদ লকুস, ২নং ওয়ার্ডের মেম্বার মুজিবুর রহমান মুজিব, ৫ নং ওয়ার্ডের মেম্বার মতিউর রহমান (তুহিন)।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এলাকার মুরব্বী ছালেহ আহমদ চৌধুরী, লায়েক আহমদ, চুনু মিয়া, রাসেল আহমদ, আব্দুর রব, বেলাল আহমদ, দেলোয়ার হোসেন দিলু, রইছ আলী, মখদ্দছ আলী, মান্নান মিয়া, চাঁন মিয়া, ফয়েজ আহমদ চৌধুরী, আব্দুল্লাহ আল জাবের, সায়েল আহমদ, আব্দুল জলিল মাস্টার প্রমুখ। ফাইনাল খেলায় যে দুটি দল পরস্পরের মুখামুখি হয় তারা হলো আমনিয়া যুবজ সংঘ স্পোটিং ক্লাব ও রণকেলী ৭ স্টার। পরে দুই শুন্য গোলে আমিনয়া সুবজ সংঘ স্পোটিং ক্লাবকে রণকেলী ৭ স্টার।


Free Online Accounts Software