27 Jul 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 8 May 2017 আইন-অপরাধ  (পঠিত : 411) 

দক্ষিণ সুরমায় তীর খেলার দায়ে দু’জন আটক \ ৩০ দিনের জেল

     


দক্ষিণ সুরমা প্রতিনিধি: দক্ষিণ সুরমায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ভারতীয় তীর খেলার দায়ে দু’জনকে আটক করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
৮ এপ্রিল সোমবার বিকেলে দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রিয় বাস টার্নিমালে উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মো¯Íফার নেতৃত্বে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় তীর খেলার দায়ে দু’জনকে আটক করে ৩০ দিন করে কারাদন্ড প্রদান করে।
আটককৃতরা হচ্ছে উপজেলার মোলøারগাঁও ইউনিয়নের হাজরাই মাঝপাড়া গ্রামের লতিব উলøাহর ছেলে পংকি মিয়া ও গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে আঙ্গুর মিয়া। তাদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন ও তীর খেলার টুকেন জব্দ করা হয়। আটককৃতদের দক্ষিণ সুরমা থানা পুলিশের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা থানার এস.আই শাহ আলম। উলেøখ্য দক্ষিণ সুরমায় ভারতীয় তীর খেলা বন্ধের জন্য গত কয়েকদিন ধরে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসা হচ্ছে। ফলে বেশ কয়েকজনকে ইতিপূর্বে তীর খেলার দায়ে আটক করে কারাদন্ড প্রদান করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করছেন দক্ষিণ সুরমা ফাঁড়ি ইনচার্জ রিপন দাশ।


   অন্য পত্রিকার সংবাদ  অভিজ্ঞতা  আইন-অপরাধ  আত্মজীবনি  আলোকিত মুখ  ইসলাম ও জীবন  ঈদ কেনাকাটা  উপন্যাস  এক্সপ্রেস লাইফ স্টাইল  কবিতা  খেলাধুলা  গল্প  ছড়া  দিবস  দূর্ঘটনা  নির্বাচন  প্রকৃতি পরিবেশ  প্রবাস  প্রশাসন  বিবিধ  বিশ্ববিদ্যালয়  ব্যক্তিত্ব  ব্যবসা-বাণিজ্য  মনের জানালা  মিডিয়া ওয়াচ  মুক্তিযুদ্ধ  যে কথা হয়নি বলা  রাজনীতি  শিক্ষা  সমসাময়ীক বিষয়  সমসাময়ীক লেখা  সমৃদ্ধ বাংলাদেশ  সাইক্লিং  সাক্ষাৎকার  সাফল্য  সার্ভিস ক্লাব  সাহিত্য-সংস্কৃতি  সিটি কর্পোরেশন  স্বাস্থ্য  স্মৃতি  হ য ব র ল  হরতাল-অবরোধ