18 Dec 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 6 May 2017 মিডিয়া ওয়াচ  (পঠিত : 651) 

দেশকে এগিয়ে নিতে সর্বÿেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে ....বিভাগীয় কমিশনার

দেশকে এগিয়ে নিতে সর্বÿেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে ....বিভাগীয় কমিশনার
     দেশকে এগিয়ে নিতে সর্বÿেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার আহŸান জানিয়েছেন বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। সকাল ১১টায় জেলা পরিষদ হলরুমে সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং, সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়নের লÿ্যসমূহ, ভিশন-২০২১ এর লÿ্য ও অর্জন এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জহুরা রওশন জেবীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার, কাউন্সিলর শাহানারা বেগম ও জেলা পরিষদ সদস্য সুষমা সুলতানা রুহি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি রুবি ফাতেমা ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগ সম্পাদিকা ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সভানেত্রী নাজনীন হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদিকা এডভোকেট সালমা সুলতানা, জেলা মহিলা আওয়ামীলীগ সহ-সভাপতি সালমা বাসিত, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী মারিয়ান চৌধুরী, কাউন্সিলর বেগম জাহানারা খানম মিলন, কাউন্সিলর বেগম শামীমা স্বাধীন ও বিশিষ্ট সাংবাদিক হাসিনা শিরু প্রমুখ। বক্তারা সরকারের সকল প্রকার উন্নয়নমূলক কর্মকান্ড এবং দেশকে এগিয়ে নিতে সরকারের যূগান্তকারী পদÿেপ সমূহ তাদের বক্তব্যে তুলে ধরেন। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন সিলেট জেলা তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার আরও বলেন-স্বপ্ন সফল বা¯Íবায়নের জন্য স্বপ্নপ্রসূত চিন্তাপ্রসূত ২০২১ ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ লÿ্যে তিনি ১০টি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন যা ‘ব্রান্ডিং শেখ হাসিনা’ নামে পরিচিত। তিনি বলেন উন্নত বিশ্বে এদেশকে মর্যাদার আসনে আসীন করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন প্রধানমন্ত্রী নিজের জন্য কিছুই করেননি, শুধুমাত্র খেটে খাওয়া অসহায় দারিদ্র্য জনগোষ্ঠির কল্যাণার্থে তার প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে। তিনি বলেন-কর্মসংস্থানের অভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ বৃদ্ধি পাচ্ছে। এ থেকে উত্তরণের জন্য দেশের সকল বেকার নারী-পুরুষকে কর্মÿম হতে হবে। আর এ জন্য বর্তমান সরকার বিভিন্ন প্রশিÿণ প্রদানের মাধ্যমে বেকারদেরকে স্বাবলম্বী করতে উদ্যোগ গ্রহণ করেছেন। দেশের সকল অগ্রযাত্রায় এবং সরকারের সকল প্রকার উন্নয়ন কর্মকান্ডে সকলকে সহযোগিতার আহŸান জানান বিভাগীয় কমিশনার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন-সহকারী তথ্য অফিসার মোঃ আব্দুছ ছাত্তার। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ও গৃহিনীসহ বিপুল সংখ্যক মহিলা অংশগ্রহণ করেন।


Free Online Accounts Software