18 Aug 2017 : Sylhet, Bangladesh :

সিলেট 30 April 2017 দিবস  (পঠিত : 634) 

১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা ও সংবর্ধনা

     

সিলেট এক্সপ্রেস ডেস্ক: ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক
ইউনিয়নের প্রস্তুতি সভা ও সংবর্ধনা
১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং ২১৫৯-এর উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দক্ষিণ সুরমার দাউদপুরস্থ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়ার সভাপতিত্বে ও কার্যকরী সভাপতি মো. আব্দুস সালামের পরিচালনায় সভায় নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে রাজপথে থেকে মে দিবসের এই দিনে শ্রমিকরা জীবন দিয়েছেন। তাই গণতান্ত্রি আন্দোলনের মাধ্যমে যে কোনো দাবি বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকের সকল কর্মসূচি সফল করে তুলতে সকলের প্রতি আহন জানান নেতৃবৃন্দ।
সভা শেষে প্রবীন শ্রমিক নেতা সেলিম আহমদ সেলিমের পবিত্র হজ পালনের উদ্যোশ্যে ৪ মে বৃহস্পতিবার সৌদিআরবে যাত্রা উপলক্ষ্যে এবং সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং ২১৫৯-এর উপদেষ্টা নির্বাচিত হওয়ায় হাজি মো. লোকমান মিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া, কার্যকরী সভাপতি মো. আব্দুস সালাম, সহসভাপতি মো. হাসমত আলী হাসু সাধারণ সম্পাদক মো. আব্দুল গফুর, যুগ্ম সম্পাদক আরিফ হোসেন হিরা, সাংগঠনিক সম্পাদক নিখিল চন্দ্র দাস, প্রচার সম্পাদক মানিক মিয়া, দপ্তর সম্পাদক বাবুল হোসেন, কোষাধক্ষ্য রাজু আহমদ তুরু, সদস্য কানু মিয়া, লায়েছ মিয়া, আব্দুল জলিল,আলী আহমদ, শফিক আহমদ, শ্রমকি নেতা মো. জমির মিয়া, মো. মনির মিয়া, মো. উস্তার মিয়া, শ্রমিক ইউনিয়নের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম, শ্রমিক নেতা সোহেল আহমদ, মো. জুমায়েল ইসলাম জুমেল।


   অন্য পত্রিকার সংবাদ  অভিজ্ঞতা  আইন-অপরাধ  আত্মজীবনি  আলোকিত মুখ  ইসলাম ও জীবন  ঈদ কেনাকাটা  উপন্যাস  এক্সপ্রেস লাইফ স্টাইল  কবিতা  খেলাধুলা  গল্প  ছড়া  দিবস  দূর্ঘটনা  নির্বাচন  প্রকৃতি পরিবেশ  প্রবাস  প্রশাসন  বিবিধ  বিশ্ববিদ্যালয়  ব্যক্তিত্ব  ব্যবসা-বাণিজ্য  মনের জানালা  মিডিয়া ওয়াচ  মুক্তিযুদ্ধ  যে কথা হয়নি বলা  রাজনীতি  শিক্ষা  সমসাময়ীক বিষয়  সমসাময়ীক লেখা  সমৃদ্ধ বাংলাদেশ  সাইক্লিং  সাক্ষাৎকার  সাফল্য  সার্ভিস ক্লাব  সাহিত্য-সংস্কৃতি  সিটি কর্পোরেশন  স্বাস্থ্য  স্মৃতি  হ য ব র ল  হরতাল-অবরোধ