17 Dec 2017 : Sylhet, Bangladesh :

সুনামগঞ্জ 30 April 2017 সমৃদ্ধ বাংলাদেশ  (পঠিত : 1125) 

মানুষের খাবারের অভাব হবে না-শাল্লায় প্রধানমন্ত্রী

মানুষের খাবারের অভাব হবে না-শাল্লায়  প্রধানমন্ত্রী
     

সুনামগঞ্জের দুর্গম জনপদ শালøায় রবিবার সকাল ১০ টায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষকে দেখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগমন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টারটি উপজেলার শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে অবতরন করে।পরে এক মতবিনিময় সভায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরবর্তী ফসল না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত হাওরবাসীর মধ্যে বিনামূল্যে সার ও কীটনাশক দেওয়া হবে। বিপদ মোকাবিলায় সরকার পাশে থাকবে বলেও তিনি জানান।


প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পন্ন। হাওরের ফসলের ক্ষতি হয়েছে; কিন্তু তাতে প্রভাব পড়বে না। যত খাবার লাগবে, আমরা দিতে পারব। প্রয়োজনে আমদানি করব। গো-খাদ্যের অভাব রয়েছে, সেটাও দেওয়া হবে।’

প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি শাল্লা হাই স্কুল মাঠে অবতরণ করে। সেখানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

আরোও ছবি

মানুষের খাবারের অভাব হবে না-শাল্লায়  প্রধানমন্ত্রী

Free Online Accounts Software